• ঢাকা
  • শুক্রবার, ১৪ চৈত্র ১৪৩০ বঙ্গাব্দ; ২৯ মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ
  • সরকারি নিবন্ধন নং ৬৮

Advertise your products here

banner image
website logo

হকার্স মার্কেটের আগুনে পুড়ল ব্যবসায়ীদের ঈদ আনন্দ


ঢাকানিউজ২৪.কম ; প্রকাশিত: সোমবার, ০২ মে, ২০২২ খ্রিস্টাব্দ, ১২:২০ পিএম
হকার্স মার্কেটে আগুন
মার্কেটে আগুন

ডেস্ক রিপোর্টার:  সিলেটের ব্যবসায়ীরা করোনাকালীন ক্ষতি পুষিয়ে ওঠার যখন স্বপ্ন দেখছিলেন, তখন সর্বনাশা আগুনে পুড়ে ছাই হলো সব। ঈদের আগেরদিন সোমবার (০২ মে) ভোররাতের অগ্নিকাণ্ডে পুড়ে গেছে নগরীর লালদীঘির পাড় হকার্স মার্কেটের অন্তত ৭০টি দোকান। সেই সঙ্গে পুড়ল ব্যবসায়ীদের ঈদের আনন্দও।

তিনটি দোকানে অন্তত পঞ্চাশ লাখ টাকার মালামাল ছিল ব্যবসায়ী আনোয়ার মোল্লার। কয়েক ঘণ্টার আগুনে পুড়েছে থান কাপড়ের বান্ডিল। তার মতো দুরবস্থা আরও কয়েকজন ব্যবসায়ীর।
 
প্রত্যক্ষদর্শীরা জানান, সোমবার ভোররাতে মার্কেটের পাঁচ নম্বর গলির একটি কাপড়ের দোকানে হঠাৎ আগুন লাগে। মুহূর্তেই তা আশপাশে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৮টি স্টেশনের ১৭টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে সাড়ে ৩ ঘণ্টার চেষ্টায় ভোর সাড়ে ৬টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে। কিন্তু এরআগেই পুড়ে ছাই হয়ে যায় ৭০ দোকানের কাপড়।
 
এদিকে, পানির সংকটে আগুন নিয়ন্ত্রণে আনতে দেরি হয়েছে বলে দাবি ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মো. বেলাল হোসেনের।
 
তবে আগুনের সূত্রপাত এবং ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

 সিলেট কোতয়ালী থানার এক পুলিশ অফিসার বলেন, আমরা রাতে ডিউটি করার সময় ওয়্যারলেসের মাধ্যমে খবর পাই যে সিলেট হকার্স মার্কেটের ৫ নং গলিতে আগুন লেগেছে। খবর পাওয়ার সঙ্গে সঙ্গে আমরা চলে আসি এবং ফায়ার সার্ভিসের কয়েকটি টিম যত দ্রুত সম্ভব ঘটনাস্থলে চলে আসে।

তিনি জানান, এই গলিতে শুকনা কাপড়, সিল্কের কাপড়ের দোকান থাকায় আগুন নিয়ন্ত্রণে আনতে বেগ পেতে হয়েছে।

ঢাকানিউজ২৪.কম / কেএন

আরো পড়ুন

banner image
banner image