নিউজ ডেস্ক : সব গুম-খুনের বিচার করতে হবে বলে বলেছেন, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর । পুলিশ জড়িত থাকলে তাদেরও বিচার করতে হবে।
রংপুরের পীরগঞ্জের মদনখালী ইউনিয়নের জাফরপাড়া মাদরাসা মাঠে বুধবার বিকেল পৌনে ৩টার দিকে এক সমাবেশে তিনি এ কথা বলেন।
'হাসিনা ভয়ে লেজ গুটিয়ে পালিয়েছে' মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব বলেন, 'খুব বড় গলায় বলতেন, আমি পালাব না। আমি শেখ মুজিবুর রহমানের মেয়ে, কোনোদিন পালাই না। কিন্তু আজ লেজ গুটিয়ে পালিয়েছেন।'
মির্জা ফখরুল বলেন, সারা দেশে অসংখ্য মানুষ শহীদ হয়েছে, তাদের শাহাদতকে অর্থবহ করার জন্য তাদের আত্মত্যাগকে অর্থবহ করতে আমাদের ঐক্যবদ্ধ হয়ে আওয়ামী লীগের সব ষড়যন্ত্রকে রুখে দিতে হবে।
মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, 'হাসিনার বিচার করতে হবে। হাসিনার মন্ত্রীসভার সদস্যদের লুটপাট ও খুনের বিচার করতে হবে। বিচার শুরু হয়েছে। আল্লাহ করে দিয়েছেন। আল্লাহর মাইর দুনিয়ার বাইর। ধর্মের কল বাতাসে নড়ে। তারা আজ নিজেরাই পালিয়েছে আর দেশের মানুষ জেগে উঠেছে।'
দুপুর দুইটার দিকে মদনখালী ইউনিয়নের জাফরপাড়া বাবনপুর গ্রামে কোটা সংস্কার আন্দোলনে পুলিশের গুলিতে নিহত বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) শিক্ষার্থী আবু সাঈদের কবর জিয়ারত করেন মির্জা ফখরুল। তিনি নিহত সাঈদের পরিবারের সদস্যদের খোঁজখবর নেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।
মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, 'আবু সাঈদ বুকের রক্ত দিয়ে ইতিহাস সৃষ্টি করেছেন। যে ইতিহাস তরুণদের আত্মত্যাগের ইতিহাস। ফ্যাসিবাদী, খুনি সরকারের পতনের দাবিতে শতশত মানুষ বুকের রক্ত ঢেলে দিয়েছে। লাখো মানুষ যখন গণভবনের দিকে যাচ্ছিল তখন হাসিনা ভয়ে পালিয়ে গেলেন।'
ওবায়দুল কাদেরকে উদ্দেশ্য করে তিনি বলেন, ওই ভদ্রলোক কোথায়, যিনি বার বার বলতেন পালাবো না। ফখরুলের বাড়িতে গিয়ে উঠবো, কোথায় উঠেছে এখন কেউ জানে না, আমি তাকে আমন্ত্রণ জানাচ্ছি আসেন আমার বাসায় আসেন।
ঢাকানিউজ২৪.কম / কেএন
আপনার মতামত লিখুন: