
জাফর আলম, কক্সবাজার: কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে মারধরে এক ‘সন্ত্রাসী’ নিহত হয়েছেন। দুই গ্রুপের এলোপাতাড়ি গুলিতে এ সময় তিন রোহিঙ্গা আহত হয়েছেন।
রবিবার (৭ মার্চ) ভোরে পালংখালী ইউনিয়নের তাজনিমারখোলা ১৩ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের জি ওয়ান ব্লকে এই ঘটনা ঘটে। উখিয়া থানার ওসি শেখ মোহাম্মদ আলী জানান, রবিবার ভোরে ১৩ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের জি ওয়ান ব্লকে ২০/২৫ জন রোহিঙ্গা সন্ত্রাসী এলোপাতাড়ি গুলি ছোড়ে।
এ সময় সাধারণ রোহিঙ্গারা জমায়েত হয়ে সন্ত্রাসীদের ধাওয়া করে। রোহিঙ্গারা একজনকে আটক করে মারধর করে। এতে ঘটনাস্থলেই সে মারা যায়। এলোপাতাড়ি গুলিতে তিন রোহিঙ্গা আহত হন। পরে এপিবিএন পুলিশ ও উখিয়া থানা পুলিশ ঘটনাস্থলে এসে আহতদের স্হানীয় হাসপাতালে ভর্তি করে।ওসি আরও জানান, হামলাকারীরা আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মির (আরসা) সদস্য বলে জানা গেছে।
নিহত আরসা গ্রুপের সদস্যের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি। মরদেহ ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনাস্থলে এপিবিএন পুলিশ মোতায়েন রয়েছে।
ঢাকানিউজ২৪.কম / কেএন
আপনার মতামত লিখুন: