• ঢাকা
  • শনিবার, ৬ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ; ২০ এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ
  • সরকারি নিবন্ধন নং ৬৮

Advertise your products here

banner image
website logo

ঠাকুরগাঁওয়ে টায়ার বিস্ফোরণে একজন নিহত


ঢাকানিউজ২৪.কম ; প্রকাশিত: বুধবার, ০৮ মার্চ, ২০২৩ খ্রিস্টাব্দ, ০৪:৩৩ পিএম
ঠাকুরগাঁওয়ে
টায়ার বিস্ফোরণে একজন নিহত

গৌতম চন্দ্র বর্মন, ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ে বালু বহনকারি ট্রাক্টরের চাকায় হাওয়া দেওয়ার সময় টায়ার বিস্ফোরণে আল আমিন ( ১৮) নামের এক জনের মৃত্যু হয়েছে।

বুধবার (৮ মার্চ) দুপুরে জেলার হরিপুর উপজেলার ৬ নং ভাতুরিয়া ইউনিয়ন কাঁঠালডাঙ্গী বাজারের রবিউলের ‘ভাই  ভাই ইঞ্জিনিয়ারিং ওয়ার্কসপ’ এর দোকানে এ দূর্ঘটনা ঘটে। আল আমিন রানিশৈংকৈল উপজেলার রাউতনগর পুলপাড় গ্রামের জালাল উদ্দিনের এর ছেলে এবং হরিপুর উপজেলার আর এ কাঠালডাঙ্গী উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণীর ছাত্র ছিল বলে তথ্য পাওয়া যায়।

প্রত্যক্ষদর্শী সুত্র জানায়, অন্যান্য দিনের মত গতকালও আল আমিন ওয়ার্কসপে টায়ারের কাজ করছিল। গতকাল বেলা ১২ টার দিকে একটি ট্রাক্টরের টায়ারে হাওয়া দেওয়ার সময় সেটা বিকট শব্দ করে বিস্ফোরিত হয় এবং আল আমিন অনেকটা দূরেই ছিটকে পরে যায়। গুরুতর আহত অবস্থায় বাজারের অন্যান্য লোকেরা তাকে উদ্ধার করে দিনাজপুর আব্দুর রহিম মেডিকেল কলেজে যাওয়ার সময় সেতাবগঞ্জ নামক স্থানে পৌঁছালে তার মৃত্যু হয়।

হরিপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) তাজুল ইসলাম টায়ার বিস্ফোরণে নিহতের কথা নিশ্চিত করে জানান এখন পর্যন্ত কেউ অভিযোগ করেনি।

ঢাকানিউজ২৪.কম / কেএন

আরো পড়ুন

banner image
banner image