মিঠামইন (কিশোরগঞ্জ) প্রতিনিধি : কিশোরগঞ্জের অষ্ট্রগ্রাম উপজেলার ইকরদিয়া ঘাটে গত ২৫ আগষ্ট (রবিবার) সন্ধ্যায় অষ্ট্রগ্রাম সেনা ক্যাম্পের একটি পেট্রোল টিমও অষ্টগ্রাম থানা পুলিশের সহায়তায় অভিযান চালিয়ে ২টি অবৈধ্য ড্রেজার ও ৬জন শ্রমিককে আটক করার খবর পাওয়া গিয়াছে। ২টি বালিউত্তোলনের ড্রেজার ও আটক কৃত ৬জন শ্রমিককে উপজেলা নির্বাহী অফিসার দিলশাদ বেগমের মাধ্যমে থানায় হস্তান্তর করা হয়। সোমবার তাদের বিরুদ্ধে বালু মহাল আইনের ১৫-/ (১) ধারায় এস আই হানিফ বাদী হয়ে অষ্ট্রগ্রাম মামলা দায়ের করেছেন।
প্রাথমিক জিঞ্জাসাবাদে তারা জানান, এ ব্যবসার সাথে নাছিরনগরের দুলাল মিয়া ও পূর্ব অষ্ট্রগ্রামের আফসর আলী এ অবৈধ ড্রেজার নিয়ন্ত্রন করেন।
অষ্ট্রগ্রাম থানায় তাদের হস্তান্তের সময় সেনাবাহিনীর পক্ষে উপস্থিত ছিলেন মেজর আরিফা খাতুন, ও ক্যাঃ মাইশা সুহাইলা। অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে সেনা বাহিনীর এই কার্যক্রম অব্যাহত থাকবেন বলে জানান।
ঢাকানিউজ২৪.কম / কেএন
আপনার মতামত লিখুন: