নিউজ ডেস্ক : সাবেক প্রতিমন্ত্রী ও উপজেলা চেয়ারম্যানের বিরুদ্ধে খাগড়াছড়ির মানিকছড়িতে বিএনপির দলীয় কার্যালয় ভাঙচুর, মারধর ও লুটপাটের অভিযোগে মামলা করেছে।
মানিকছড়ির ইউনিয়নের বাসিন্দা মীর হোসেন মঙ্গলবার (২০ আগস্ট) বাদী হয়ে মানিকছড়ি থানায় মামলাটি করেন বলে ওসি মোহাম্মদ ইকবাল উদ্দিন জানান।
এতে সাবেক পার্বত্য প্রতিমন্ত্রী ও জেলা আওয়ামী লীগের সভাপতি কুজেন্দ্র লাল ত্রিপুরা, মানিকছড়ি উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান জয়নাল আবেদন, মাটিরাঙা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আবুল কাশেমসহ তিন শতাধিক আওয়ামী লীগ নেতাকর্মীকে আসামি করা হয়েছে।
মামলার অন্য আসামিরা- মানিকছড়ি উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের সদস্য মাঈনউদ্দিন, খাগড়াছড়ি পৌরসভার সাবেক মেয়র রফিকুল আলম, জেলা পরিষদের চেয়ারম্যান মংসুইপ্রু চৌধুরী ছাড়াও জেলা আওয়ামী লীগের শীর্ষ নেতাসহ ১৮৬ জনের নাম উল্লেখ করা হয়েছে। এছাড়া ১৫০ অজ্ঞাতনামা ব্যক্তিকে আসামি করা হয়েছে।
পুলিশ জানায়, ২০২২ সালের ১৫ ডিসেম্বর মানিকছড়ি উপজেলা বিএনপির দলীয় কার্যালয় ভাঙচুর, মারধর ও লুটপাটের অভিযোগে মামলাটি করা হয়। আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে বলে জানায় পুলিশ।
ঢাকানিউজ২৪.কম / কেএন
আপনার মতামত লিখুন: