জাকারিয়া মিঞা, ফুলবাড়ী প্রতিনিধি, কুড়িগ্রাম : ২৫ আগস্ট বৃহঃবার দুপুর ১টায় পুলিশ সুপারের কার্যালয়ে জেলা প্রেসক্লাব, কুড়িগ্রামের সাংবাদিকদের সাথে মতবিনিময় করেন নবাগত এসপি আল আসাদ মোঃ মাহফুজুল ইসলাম।
এসময় তিনি টেকশই নিরাপত্তায় প্রদীপ্ত কুড়িগ্রাম গড়ার প্রত্যয় ব্যক্ত করেন। কুড়িগ্রামে মাদকের যে ভয়াবহতা সেটি নির্মূলে সকলের সহযোগিতা কামনা করেন নবাগত এসপি। কুড়িগ্রামে সরকারের গৃহীত উন্নয়ন কর্মকান্ডগুলো টেকশই উন্নয়নের স্বার্থে যথাযথভাবে দ্রুত সম্পন্ন করতে পুলিশ প্রশাসন সহায়ক ভুমিকা পালন করবে বলেও জানান তিনি।
সাক্ষাতের শুরুতে নবাগত এসপিকে ফুলের তোড়া দিয়ে বরণ করে জেলা প্রেসক্লাবের সাংবাদিকবৃন্দ।
এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মো. রুহুল আমিন, জেলা প্রেসক্লাবের সভাপতি অনিরুদ্ধ রেজা, সাধারণ সম্পাদক আমিনুর রহমান, সহ-সভাপতি ফজলে রাব্বী এ্যান্টনী, সাংগঠনিক সম্পাদক নুরুল ইসলাম, সদস্য সাংবাদিক জিএম ক্যাপ্টেন, ফুলবাড়ী উপজেলা প্রেসক্লাবের সভাপতি মাহবুব হোসেন সরকার লিটু, সাধারণ সম্পাদক প্রভাষক জাকারিয়া মিঞাসহ জেলা প্রেসক্লাবের সদস্যবৃন্দ।
ঢাকানিউজ২৪.কম / কেএন
আপনার মতামত লিখুন: