• ঢাকা
  • মঙ্গলবার, ১০ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ; ২৩ এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ
  • সরকারি নিবন্ধন নং ৬৮

Advertise your products here

banner image
website logo

ইউক্রেন সংকটে বিশ্বে খাদ্যাভাব দেখা দিতে পারে: জাতিসংঘ


ঢাকানিউজ২৪.কম ; প্রকাশিত: বৃহস্পতিবার, ১৯ মে, ২০২২ খ্রিস্টাব্দ, ০৪:৫১ পিএম
ইউক্রেন সংকটে বিশ্বে খাদ্যাভাব দেখা দিতে পারে
বিশ্বে খাদ্যাভাব দেখা দিতে পারে

ডেস্ক রিপোর্টার: জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস সতর্ক করেছেন, ইউক্রেনে রুশ আগ্রাসনের কারণে বিশ্বজুড়ে শিগগিরই খাদ্য সংকট দেখা দিতে পারে।

বৃহস্পতিবার (১৯ মে) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বিবিসি।

নিউইয়র্কে জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস বুধবার রাশিয়া-ইউক্রেন যুদ্ধের প্রভাব কতটা ভয়াবহ সে বিষয়ে কথা বলছিলেন। গুতেরেস বলেন, উচ্চমূল্যের কারণে দরিদ্র দেশগুলোতে এরইমধ্যে খাদ্যপণ্যের অনিরাপত্তা তৈরি হয়েছে।

সংস্থাটির মহাসচিবের আশঙ্কা, দ্রুত স্বাভাবিক সময়ের মত ইউক্রেন থেকে রপ্তানি শুরু না হলে, বেশ কিছু দেশে দীর্ঘমেয়াদী দুর্ভিক্ষ দেখা দেবে। জলবায়ু পরিবর্তন ও মহামারি, পরিস্থিতি আরও খারাপ করে তুলেছে। কয়েক কোটি মানুষকে যা ঠেলে দেবে অপুষ্টি, ক্ষুধা খাদ্য অনিরাপত্তার দিকে।  

জাতিসংঘের তথ্যমতে, গেল বছরের চেয়ে এবছর এই সময়ে খাদ্যের দাম ৩০ শতাংশ বেড়েছে। ইউক্রেন যুদ্ধের প্রভাব আরও বেশ কয়েকবছর থাকবে বলেও মনে করে সংস্থাটি। বিশ্বে সবার জন্য যথেষ্ট খাদ্য আছে জানিয়ে, গুতেরেস দ্রুত সংকট সমাধানের আহ্বান জানান।

ঢাকানিউজ২৪.কম / কেএন

আরো পড়ুন

banner image
banner image