• ঢাকা
  • সোমবার, ৯ আশ্বিন ১৪৩০ বঙ্গাব্দ; ২৫ সেপ্টেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ
  • সরকারি নিবন্ধন নং ৬৮

Advertise your products here

banner image
website logo

জলঢাকায় জামাত শিবিরের ৭ নেতাকর্মী গ্রেফতার


ঢাকানিউজ২৪.কম ; প্রকাশিত: বৃহস্পতিবার, ২৪ আগষ্ট, ২০২৩ খ্রিস্টাব্দ, ০৬:৫১ পিএম
জলঢাকায়
জামাত শিবিরের ৭ নেতাকর্মী গ্রেফতার

জলঢাকা প্রতিনিধি : নীলফামারীর জলঢাকা থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে জামাত শিবিরের সাঁত নেতাকর্মীকে গ্রেফতার করেছে থানা পুলিশ।

জেলা পুলিশ সুপার ,মোঃ গোলাম সবুর পিপিএম এর সার্বিক  দিকনির্দেশনায়, জলঢাকা থানার সুযোগ্য অফিসার ইনচার্জ, মোঃ মুক্তারুল আলম এর নেতৃত্বে এসআই উজ্জ্বল, আকতার হোসেন, জুয়েল চন্দ্র, গোলজার হোসেন, এএসআই মাইদুল ইসলাম, নুরুল হুদা, হারুন, মেনহাজুল সহ থানার চৌকস  বিশেষ অভিযানিক  টিম  অভিযান পরিচালনা করিয়া ১৯৭৪সালের বিশেষ ক্ষমতা আইনের ১৫(৩)/২৫DD ধারায় থানার মামলা নং -৩৫,তারিখ ২৭/৪/২০২৩ইং গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন উপজেলার বামনা বামনি এলাকার মমিন উদ্দিন এর ছেলে  খুটামারা  ইউনিয়ন জামাতের  সাধারণ সম্পাদক (১)মোঃ নুর আলম (৩৭),২/ পশ্চিম খুটামারা এলাকার মৃত তাহের উদ্দিনের ছেলে মোঃওসমান গনি (৪০)।৩/খালিশা খুটামারা এলাকার মোফাজ্জল হোসেনের ছেলে মোঃ নুরুল আমিন (৪৫) ০৪/ খালিশা খুটামারা এলাকার মৃত আব্দুল হকের ছেলে মোঃ আবু তালেব (৪৮), ০৫/ ডোমার উপজেলার আমবাড়ি(ডাঙ্গাপাড়া)এলাকার মৃত জামিয়ার রহমান এর ছেলে  মোঃ রশিদুল ইসলাম (৩৬),০৬/পাশ্ববর্তী ডিমলার উপজেলার ডিমলা নিজপাড়া এলাকার হামিদুর রহমানের ছেলে মোঃ আব্দুর রাজ্জাক(৩৫), ০৭/নাউতারা পশ্চিমপাড়া এলাকার গোলাম মোস্তফার ছেলে  মোঃ আব্দুল মোমিন (৩৩)।

এবিষয় জলঢাকা থানার অফিসার ইনচার্জ ওসি মুক্তারুল আলম জানান বিভিন্ন জায়গায় অভিযান পরিচালনা করে তাদের  গনকে গ্রেফতার করা হয়।বৃহস্পতিবার সকালে  পুলিশ স্কটের এর মাধ্যমে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

ঢাকানিউজ২৪.কম / কেএন

আরো পড়ুন

banner image
banner image