• ঢাকা
  • শনিবার, ৬ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ; ২০ এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ
  • সরকারি নিবন্ধন নং ৬৮

Advertise your products here

banner image
website logo

অটোচালককে গলাকেটে হত্যার রহস্য উদঘাটন করলো রংপুর র‍্যাব-১৩, গ্রেফতার ২ 


ঢাকানিউজ২৪.কম ; প্রকাশিত: মঙ্গলবার, ১৩ সেপ্টেম্বর, ২০২২ খ্রিস্টাব্দ, ১২:৪৭ পিএম
অটোচালককে গলাকেটে হত্যার রহস্য
গলাকেটে হত্যা, গ্রেফতার ২ 

জুলফিকার জুয়েল, রংপুরঃ রংপুর র‍্যাবের অভিযানে অটো চালককে গলাকেটে হত্যা ও অটোরিক্সা ছিনতাইয়ের ঘটনায় প্রধান আসামী সুজন চৌধুরীসহ (৪০) ২ জনকে গ্রেফতার করা হয়েছে। রোববার দিবাগত রাতে নগরীর পার্কের মোড় এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। সুজন নগরীর আশরতপুর ঈদগাহপাড়া গ্রামের বাবুল চৌধুরীর ছেলে। 

সোমবার বিকেলে র‍্যাব-১৩ এর অধিনায়ক রেজা আহমেদ ফেরদৌস সংবাদ সম্মেলনে জানান, প্রতিদিনের মত গত ৫ সেপ্টেম্বর অটোচালক সুলতান মিয়া নিজ বাড়ি মিঠাপুকুর ভাংনী ইউনিয়ন থেকে বিকেল ৩টায় অটোরিক্সা নিয়ে নগরীর পার্কের মোড় এলাকায় আসেন। সেখানে সুজন ও তার সহযোগি লালমনিরহাট জেলার কালিগঞ্জ উপজেলার কাকিনার নজরুল ইসলামের ছেলে মমিনুর ইসলাম (২৯) সুলতানের অটোরিক্সাটি ভাড়া নেন এবং যতক্ষন পর্যন্ত অটোরিক্সা চার্জ থাকবে ততক্ষন ঠিক করেন। পূর্ব পরিকল্পনা অনুযায়ী অটোচালক সুলতানকে খাবার খাইয়ে পার্কের মোড় থেকে মহিপুর ব্রীজের উপর দিয়ে লালমনিরহাটের কালিগঞ্জের দিকে নিয়ে যায় সুজন ও মমিনুর। সেখানে চা সিগারেট খাওয়ার বাহানা করে সময়ক্ষেপন করে তারা। রাত সাড়ে ১১টার দিকে সুজন ও মমিনুর ছুরি দিয়ে গলা কেটে সুলতানের লাশ তিস্তা সেচ ক্যানেলে ফেলে দেয়। 

পরদিন সকালে স্থানীয়রা লাশ দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। পুলিশ সুলতানের পরিবারের সদস্যদের খবর দিলে তারা ঘটনাস্থলে এসে লাশটি শনাক্ত করে এবং কালিগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলার পর থেকে ছায়া তদন্ত শুরু করে র‍্যাব। এরই প্রেক্ষিতে রোববার রংপুর নগরীতে অভিযান চালিয়ে সুজনকে গ্রেফতার করে র‍্যাব। এরপর তার দেয়া তথ্য অনুযায়ী কালিগঞ্জ থেকে মমিনুরকে গ্রেফতার করা হয়। তাদের দুথজনের তথ্য মতে, ১৭ হাজার টাকা বিক্রি করা সুলতান মিয়ার অটোরিক্সাটি কালিগঞ্জ মহিষামুড়ির জহুরুল ইসলামের ছেলে সাদেকুল ইসলামের (৩০) কাছ থেকে উদ্ধার করা হয়। হত্যাকান্ডে ব্যবহৃত ছুরিটি উদ্ধার করেছে র‍্যাব। আসামীদের লালমনিরহাট থানায় হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। 

ঢাকানিউজ২৪.কম / কেএন

আরো পড়ুন

banner image
banner image