• ঢাকা
  • রবিবার, ২১ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ; ০৬ অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ
  • সরকারি নিবন্ধন নং ৬৮

Advertise your products here

banner image
website logo

মার্কিন রাজনীতিতে ভারতীয় আমেরিকানদের প্রভাব


ঢাকানিউজ২৪.কম ; প্রকাশিত: রবিবার, ২২ সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ০৯:০৬ পিএম
ভারতীয় অ্যামেরিকানদের ভোট দেওয়ার হার
কমলা হ্যারিস

নিউজ ডেস্ক:  মার্কিন কংগ্রেসে বর্তমানে পাঁচজন ভারতীয় অ্যামেরিকান আছেন। আর রাজ্য পর্যায়ে আছেন প্রায় ৪০ জন। এশিয় অ্যামেরিকান যে-কোনো গোষ্ঠীর মধ্যে ভারতীয় অ্যামেরিকানদের ভোট দেওয়ার হার সবচেয়ে বেশি।  

এশিয় অ্যামেরিকানদের রাজনৈতিক আচরণ নিয়ে গবেষণা করা সংস্থা এএপিআই ডাটার কার্তিক রামকৃষ্ণান ডিডাব্লিউকে এসব তথ্য দিয়েছেন। তিনি বলেন, কমলা হ্যারিস যে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে প্রার্থী হয়েছেন তা থেকে বোঝা যায়, ভারতীয় অ্যামেরিকানরা মার্কিন রাজনীতিতে শক্তিশালী হয়ে উঠছেন। 

রামকৃষ্ণান বলেন, ভারতীয় অ্যামেরিকানরা অন্যদের তুলনায় একটু বেশি শিক্ষিত ও সম্পদশালী হওয়ায় তাদের মধ্যে কেউ রাজনীতি করতে চাইলে তাদের জন্য তহবিল সংগ্রহ ও অন্যান্য সুযোগ পাওয়া সহজ হয়।  

ভারতীয় অ্যামেরিকানদের কেউ কেউ এখন নির্বাচনে প্রার্থী হতে আগ্রহী হচ্ছেন বলে জানান তিনি। তারা তাদের বন্ধুদের কাছ থেকে, তাদের সামাজিক নেটওয়ার্কের কাছ থেকে রাজনৈতিক অনুদান পাচ্ছেন, বলেন রামকৃষ্ণান। 

জর্জটাউন বিশ্ববিদ্যালয়ে ভারতীয় রাজনীতির অধ্যাপক ইরফান নুরুদ্দিন ডিডাব্লিউকে বলেন, ভারতীয় অ্যামেরিকানদের অধিকাংশই ডেমোক্রেটিক প্রার্থীকে ভোট দেন বলে গবেষণায় দেখা গেছে। 

তবে রিপাবলিকানদের মধ্যে এমন আলোচনা আছে যে, ভারতীয় অ্যামেরিকানরা নীতি নয়, নামের কারণে ডেমোক্র্যাটদের ভোট দিয়ে থাকেন। মিশিগানের একজন রিপাবলিকান ন্যাশনাল কমিটিওমেন হিমা কোলানাজিরেড্ডি (ভারতে জন্মগ্রহণ করেছেন) বলেন, তারা (ভারতীয় অ্যামেরিকান) ডেমোক্র্যাটদের ভোট দেন কারণ ভারতে ডেমোক্রেসি আছে। 

‘তারা যখন এখানে আছেন, দেখেন ডেম্যাক্রেটিক পার্টি, তারা ডেমোক্রেটিক পার্টির সঙ্গে ডেমোক্র্যাসিকে মেলান। তারা মনে করেন, বোধ হয় এটাই সেই পার্টি যাদের ভোট দেওয়া উচিত, বলেন কোলানাজিরেড্ডি। 

ঢাকানিউজ২৪.কম / এইচ

আরো পড়ুন

banner image
banner image