• ঢাকা
  • শনিবার, ৭ আশ্বিন ১৪৩০ বঙ্গাব্দ; ২৩ সেপ্টেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ
  • সরকারি নিবন্ধন নং ৬৮

Advertise your products here

banner image
website logo

রাণীশংকৈলে থ্রি হুইলার মালিক সমিতির অফিস উদ্বোধন 


ঢাকানিউজ২৪.কম ; প্রকাশিত: মঙ্গলবার, ০১ ফেরুয়ারী, ২০২২ খ্রিস্টাব্দ, ০৪:৩২ পিএম
থ্রি হুইলার মালিক সমিতির অফিস
থ্রি হুইলার মালিক সমিতির অফিস উদ্বোধন 

রাণীশংকৈল প্রতিনিধি, ঠাকুরগাঁও: ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল পৌরশহরের শিবদিঘি যাত্রীছাওনি মোড়ে মঙ্গলবার (১ ফেব্রুয়ারি) দুপুরে থ্রি হুইলার মালিক সমিতির অফিস উদ্বোধন করা হয়। 

এ উপলক্ষে এদিন ওই সমিতির অন্যতম উপদেষ্টা শিক্ষা কর্মকর্তা রবিউল ইসলাম সবুজের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান শাহরিয়ার আজম মুন্না। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, পৌরমেয়র মোস্তাফিজুর রহমান, সাবেক মেয়র আলমগীর সরকার, থানার ওসি এসএম জাহিদ ইকবাল, আ'লীগ যুগ্ম-সাধারণ সম্পাদক আহমেদ হোসেন বিপ্লব, ঠিকাদার সমিতির সভাপতি আবু তাহের প্রমুখ। এ ছাড়াও অনুষ্ঠানে বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতা-কর্মী ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন। 

আরও বক্তব্য রাখেন- ওই সমিতির সভাপতি জাফর হোসেন ও সাধারণ সম্পাদক মিলন হোসেন, প্রেসক্লাব প্রতিষ্ঠাতা সভাপতি অধ্যাপক আনোয়ারুল ইসলাম, পৌর কাউন্সিলর আবু তালেব, প্রেসক্লাব সভাপতি ফারুক হোসেন প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা আ'লীগ সদস্য তারেক আজিজ। 

ঢাকানিউজ২৪.কম / হুমায়ুন কবির/কেএন

আরো পড়ুন

banner image
banner image