নিউজ ডেস্ক : বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেছেন, মানুষের আশা-আকাঙ্ক্ষার দ্রুত বাস্তবায় না করলে জনগণ অন্তর্বর্তী সরকারে ওপর ফুঁসে উঠতে পারে।
মহাখালীতে বিশ্ব ফার্মাসিস্ট দিবস উপলক্ষে শুক্রবার (২৭ সেপ্টেম্বর) আয়োজিত অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।
জনগণের কাঙ্ক্ষিত প্রত্যাশা পূরণে নির্বাচিত সরকার পর্যন্ত অপেক্ষা করার প্রয়োজন নেই বলে বলেন তিনি।
এ সময় স্বাস্থ্য উপদেষ্টা কচ্ছপের গতিতে আগাচ্ছেন বলেও মন্তব্য করেন তিনি। বিএনপির এ নেতা বলেন, ১৭ বছর স্বাস্থ্য ব্যবস্থা ধ্বংস করা হয়েছে । সর্বত্র আওয়ামী লীগের প্রেতাত্মারা বসে আছে। দুর্নীতির সঙ্গে জড়িতদের অপরাসণ করা না হলে স্বাস্থ্য খাতে শৃঙ্খলা ফেরানো সম্ভব নয়।
বিগত সরকারের আমলে রাজনৈতিক বিবেচনায় পেশাগতভাবে ক্ষতিগ্রস্ত স্বাস্থ্যকর্মীদের পুনর্বাসনের দাবিও জানান তিনি।
ঢাকানিউজ২৪.কম / কেএন
আপনার মতামত লিখুন: