নিউজ ডেস্ক : বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ রাষ্ট্র পুরোপুরি সংস্কার না হওয়া পর্যন্ত কাজ করতে চান। রোববার (১১ আগস্ট) এ কথা জানান তিনি।
হাসনাত বলেন, ‘বিদায়ী প্রধান বিচারপতি ও বিচারপতিরা গণমুখী বিচার বিভাগের পরিবর্তে দলীয় ভিত্তিতে কাজ করেছেন।আমাদের বিশ্বাস, নতুন প্রধান বিচারপতি বিচার বিভাগকে জনমুখী করতে পারবেন। রাষ্ট্র সংস্কার পুরোপুরি না হওয়া পর্যন্ত প্রেশার গ্রুপ হিসেবে কাজ করতে চাই।’
সমন্বয়ক সারজিস আলম বলেন, দেশকে সামনে এগিয়ে নিতে সবচেয়ে আস্থার জায়গা হওয়া উচিত বিচার বিভাগ। আমরা বিশ্বাস করি, দেশের মানুষকে তিনি (নতুন প্রধান বিচারপতি) আস্থার প্রতিদান দেবেন। দলাদলি কিংবা রাজনৈতিক মতাদর্শের ভিত্তিতে নয়, আইনের ভিত্তিতে বিচার বিভাগ চলবে।
সাম্প্রতিক ছাত্র-জনতার অভ্যুত্থানে রাষ্ট্রের নির্বাহী ক্ষমতার পালাবদলের পর একই হাওয়া বিচার বিভাগেও। শিক্ষার্থীদের দাবির মুখে বাংলাদেশের ২৫তম প্রধান বিচারপতি হিসেবে নিয়োগ দেয়া হয় সৈয়দ রেফাত আহমেদকে।
বঙ্গভবনের দরবার হলে রোববার আয়োজন করা হয় প্রধান বিচারপতি ও অন্তর্বর্তীকালীন সরকারের দুই উপদেষ্টার শপথ অনুষ্ঠান। মন্ত্রিপরিষদ সচিবের পরিচালনায় এ আনুষ্ঠানিকতায় উপস্থিত ছিলেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। বঙ্গভবনে হাজির হন বেশ কয়েকজন উপদেষ্টা, তিন বাহিনী প্রধান, অ্যাটর্নি জেনারেলসহ সামরিক-বেসামরিক শীর্ষ কর্মকর্তারা।
দুপুর পৌনে ১টার দিকে বঙ্গভবনের দরবার হলে বাংলাদেশের ২৫তম প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদকে শপথবাক্য পাঠ করান রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন।
এরপর রাষ্ট্রপতির কাছে শপথ নেন অন্তর্বর্তীকালীন সরকারের আরও দুই উপদেষ্টা সুপ্রদীপ চাকমা ও ডা. বিধান রঞ্জন রায়। এ নিয়ে শপথ নিলেন ১৫ জন উপদেষ্টা। নিয়োগ পাওয়া আরেক উপদেষ্টা ফারুক-ই-আজম দেশের বাইরে থাকায় পরে শপথ নেবেন বলে জানা গেছে।
গত বৃহস্পতিবার (৮ আগস্ট) রাতে শপথ নেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ও ১৩ উপদেষ্টা।
ঢাকানিউজ২৪.কম / কেএন
আপনার মতামত লিখুন: