আটোয়ারী (পঞ্চগড়) প্রতিনিধি : কন্যা শিশুর স্বপ্নে গড়ি আগামীর বাংলাদেশ- প্রতিপাদ্যকে ধারণ করে পঞ্চগড়ের আটোয়ারীতে জাতীয় শিশুকন্যা দিবস পালিত হয়েছে। উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে সোমবার (৩০ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০ টায় উপজেলা নির্বাহী অফিসারের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এতে সভাপতিত্ব করেন এবং প্রতিপাদ্য বিষয়ের উপর গুরুত্বারোপ করে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ শাফিউল মাজলুবিন রহমান। সভায় দিবসটির উপর গুরুত্বারোপ করে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা করুণা কান্ত রায়।
আরো বক্তব্য রাখেন, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ মনিরুজ্জামান, সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আলহাজ¦ মোঃ নজরুল ইসলাম, উপজেলা প্রেস ক্লাবের সভাপতি মোঃ ইউসুফ আলী, আলোয়াখোয়া মহিলা উন্নয়ন সমিতির সভানেত্রী ও সাবেক ইউপি সদস্য নূরীমা আক্তার প্রমুখ।
ঢাকানিউজ২৪.কম / কেএন
আপনার মতামত লিখুন: