• ঢাকা
  • শুক্রবার, ১২ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ; ২৬ এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ
  • সরকারি নিবন্ধন নং ৬৮

Advertise your products here

banner image
website logo

বেনাপোলে বিদ্যালয়ের ভবন উদ্বোধন ও মা সমাবেশ অনুষ্ঠিত


ঢাকানিউজ২৪.কম ; প্রকাশিত: বৃহস্পতিবার, ১৬ ফেরুয়ারী, ২০২৩ খ্রিস্টাব্দ, ০১:১০ পিএম
বেনাপোল
বিদ্যালয়ের ভবন উদ্বোধন

মো. রাসেল ইসলাম, বেনাপোল প্রতিনিধি: দেড়শ বছরের প্রাচীনতম ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান বেনাপোল মাধ্যমিক বিদ্যালয়ের নব নির্মিত চারতলা ভবনের  উদ্বোধন ও মা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। 

বুধবার সকাল ১১টায় বিদ্যালয় মাঠে ফিতা কেটে, বেলুন ও কবুতর উড়িয়ে ভবন উদ্বোধন করেন যশোর-১ (শার্শা) আসনের এমপি আলহাজ্ব  শেখ আফিল উদ্দিন।

বিদ্যালয়ের পরিচালনা পর্ষদের সভাপতি আলহাজ্ব এনামুল হক মুকুলের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন এমপি আলহাজ্ব শেখ আফিল উদ্দিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান সিরাজুল হক মজ্ঞু, উপজেলা শিক্ষা অফিসার হাফিজুর রহমান চৌধুরী, নাভারন ডিগ্রি কলেজের অধ্যক্ষ ইব্রাহিম খলিল, বেনাপোল সিএন্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি শামসুর রহমান, শার্শা উপজেলার যুবলীগের সভাপতি অহিদুজ্জামান অহিদ,  বেনাপোল পৌর আওয়ামীলীগের সাধারন সম্পাদক আলহাজ্ব নাসির উদ্দিন, বেনাপোল পোর্ট থানার ওসি কামাল হোসেন ভূইয়াসহ শিক্ষক-শিক্ষার্থী, আদর্শ মা ও অভিভাবকরা।

প্রধান অতিথি যশোর-১ (শার্শা) আসনের এমপি আলহাজ্ব শেখ আফিল উদ্দিন বলেন, শিক্ষিত জাতি ছাড়া কখনো উন্নত রাষ্ট্র কল্পনা করা যায় না। দেশকে উন্নত করতে হলে সবার আগে প্রয়োজন শিক্ষিত জাতি গঠন করা। প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের সকল কোমলমতী শিশুদেরকে সুশিক্ষায় শিক্ষিত করে গড়ে তুলতে নিরলস ভাবে কাজ করছেন। আত্মবিশ্বাস-আত্মমর্যাদাবোধ একটি জাতিকে এগিয়ে নিয়ে যেতে পারে।

একজন মা পারেন সন্তানকে সু-শিক্ষায় শিক্ষিত করে গড়ে তুলতে। মায়ের কাছে সন্তানই শ্রেষ্ঠ। তাদেরকে সু-সস্তান হিসেবে গড়তে মায়েদের ভুমিকায় সবচেয়ে বেশী। এজন্য সন্তানের স্বপ্ন বাস্তবায়নে ও সন্তানকে শ্রেষ্ট সম্পদে পরিনত করতে মাকে আরো আন্তরিক হওয়ার আহবান জানান তিনি।

ঢাকানিউজ২৪.কম / কেএন

আরো পড়ুন

banner image
banner image