• ঢাকা
  • শনিবার, ৬ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ; ২০ এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ
  • সরকারি নিবন্ধন নং ৬৮

Advertise your products here

banner image
website logo

সম্রাটের জামিন বাতিল


ঢাকানিউজ২৪.কম ; প্রকাশিত: বুধবার, ১৮ মে, ২০২২ খ্রিস্টাব্দ, ০২:৫৩ পিএম
জামিন বাতিল সম্রাটের
যুবলীগের বহিস্কৃত নেতা ইসমাইল হোসেন চৌধুরী সম্রাট

ডেস্ক রিপোর্টার : বুধবার যুবলীগের বহিস্কৃত নেতা ইসমাইল হোসেন চৌধুরী সম্রাটের জামিন বাতিল করেছে হাইকোর্ট। জামিন বাতিলে দুদকের আবেদনের বিষয়ে এমন আদেশ দিয়েছে বিচারপতি নজরুল ইসলাম তালুকদারের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ। সেইসঙ্গে আগামী ৭ দিনের মধ্যে তাকে আত্মসমর্পণের নির্দেশ দিয়েছে হাইকোর্ট।

হাইকোর্ট বলেছে, আইন মেনে জামিন দেননি নিম্ন আদালত। মেডিকেল রিপোর্ট না নিয়ে আগে জামিন দিয়েছেন। বিচারিক মানসিকতার প্রয়োগ করেনি সেই বিচারক, বলে হাইকোর্ট। ২০২০/২১ সালের মেডিকেল রিপোর্টের ভিত্তিতে জামিন দেয়া উচিত হয়নি নিন্ম আদালতের। ৯ জুনের মেডিকেল রিপোর্ট আসা পর্যন্ত অপেক্ষা করা উচিত ছিলো তার। ঘোড়ার আগে গাড়ি চালিয়েছেন তিনি।

গত ১১ই মে সব মামলায় তিন শর্তে জামিনের পর মুক্তি পান ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের বহিষ্কৃত সভাপতি ইসমাইল হোসেন চৌধুরী সম্রাট। ঢাকার বিশেষ জজ আদালত-৬ এর বিচারক আল আসাদ মো. আসিফুজ্জামান এ জামিন মঞ্জুর করেন। শর্তগুলো হলো-আদালতের অনুমতি ছাড়া দেশত্যাগ করতে পারবেন না, পাসপোর্ট জমা দিতে হবে এবং স্বাস্থ্যগত পরীক্ষার প্রতিবেদন আগামী ধার্য তারিখে জমা দিতে হবে।

২০১৯ সালের ১২ নভেম্বর দুই কোটি ৯৪ লাখ ৮০ হাজার ৮৭ টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে সম্রাটের বিরুদ্ধে মামলা করে দুদক।এই মামলায় শর্তসাপেক্ষে জামিন পান ইসমাইল চৌধুরী সম্রাট।

ঢাকানিউজ২৪.কম / কেএন

আরো পড়ুন

banner image
banner image