
নিউজ ডেস্ক: প্রখ্যাত চিত্রশিল্পী কাইয়ুম চৌধুরীর স্ত্রী তাহেরা চৌধুরী মারা গেছেন। রোববার রাত ১টা ২০ মিনিটে রাজধানীর বেসরকারি একটি হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিঊন)। তার বয়স হয়েছিল ৮৫ বছর।
তাহেরা চৌধুরীর ছোট ভাই হাসানুজ্জামান মণি (জুডো মণি) বিষয়টি নিশ্চিত করেন, তার বোন বিভিন্ন শারীরিক জটিলতায় ভুগছিলেন। এর মাঝে গত শুক্রবার বাসায় পড়ে গিয়ে আঘাত পান তিনি। এরপর থেকে তিনি রাজধানীর স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।
মণি আরও জানান, আজ সোমবার বাদ আসর আজিমপুর ছাপরা মসজিদে জানাজা শেষে তাহেরা চৌধুরীর মরদেহ আজিমপুর কবরস্থানে দাফন করা হবে। চিত্রশিল্পী কাইয়ুম চৌধুরী ২০১৪ সালের ৩০ নভেম্বর মারা যান।
ঢাকানিউজ২৪.কম / কেএন
আপনার মতামত লিখুন: