• ঢাকা
  • সোমবার, ১৩ চৈত্র ১৪২৯ বঙ্গাব্দ; ২৭ মার্চ, ২০২৩ খ্রিস্টাব্দ
  • সরকারি নিবন্ধন নং ৬৮

Advertise your products here

banner image
website logo

পশ্চিমবঙ্গের ৪ পৌরসভায় তৃণমূলের জয়


ঢাকানিউজ২৪.কম ; প্রকাশিত: মঙ্গলবার, ১৫ ফেরুয়ারী, ২০২২ খ্রিস্টাব্দ, ১২:০৭ পিএম
৪ পৌরসভায় তৃণমূলের জয়
তৃণমূলের জয়

আন্তর্জাতিক ডেস্ক: পশ্চিমবঙ্গের চার পৌরসভায় মমতা ব্যানার্জির তৃণমূল কংগ্রেস বিপুল ভোটে জয়ী হয়েছে।

আগের চেয়ে আরো খারাপ করেছে বিজেপি। বামেদের ভোট বেড়ে বিজেপির কাছাকাছি চলে গেছে। বিধাননগর, চন্দননগর, আসানসোল এই তিন পৌরসভা নিজেদের দখলে রাখার পাশাপাশি শিলিগুঁড়ি বামেদের কাছ থেকে ছিনিয়ে নিয়েছে তৃণমূল কংগ্রেস।

জয়ের পর পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী এবং তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা ব্যানার্জি ২০২৪-এর লোকসভা নির্বাচন বলেন, ‘আঞ্চলিক দলগুলোকে ঐক্যবদ্ধ করার জন্য আমরা চেষ্টা করছি। আগামী নির্বাচনে সবাই মোদিকে হটাতে চান। আমি আগে সিপিএমকেও এই লড়াইয়ে শামিল হওয়ার জন্য বলেছিলাম| কংগ্রেসকেও বলেছিলাম। তারা যদি না আসে, আমার তো কিছু করার নেই। কংগ্রেস কংগ্রেসের মতো চলবে, আমরা আমাদের মতো চলব| দায়িত্ব আমার একার নয়| কংগ্রেসকেও দায়িত্ব নিতে হবে।’

সোমবার ফলাফল বের হতেই তৃণমূলের জয়ের ব্যবধান দেখা যায় আরো বেড়েছে। চার পৌরসভার ২২৬ আসনের মধ্যে তৃণমূল কংগ্রেস পেয়েছে ১৯৮টি আসন। বিজেপি ১২টি, বাম প্রার্থীরা ৭, জাতীয় কংগ্রেস পাঁচ আসন এবং অন্যরা চারটি আসন পেয়েছে। শতকরা হিসেবে তৃণমূল কংগ্রেস ৬১ দশমিক ১৫ শতাংশ ভোট পেয়েছে।

বিজেপিকে ১৫ দশমিক ৮১ শতাংশ, বামফ্রন্ট পেয়েছে ১৩ দশমিক ৯৭ শতাংশ, জাতীয় কংগ্রেস ৪ দশমিক ০৪ শতাংশ, স্বতন্ত্র এবং অন্যদের প্রাপ্ত ভোট ৫ দশমিক ০৩ শতাংশ। শিলিগুড়ি পৌরসভায় হেরে গেছেন সিপিএম নেতা এবং বিদায়ি মেয়র অশোক ভট্টাচার্য। এই পৌরসভায় এই প্রথমবার তৃণমূল কংগ্রেস জিততে পেরেছে।

মমতা ব্যানার্জি ঘোষণা করেছেন শিলিগুঁড়ির মেয়র হবেন গৌতম দেব। বিধাননগরে জিতেছেন বিদায়ি মেয়র কৃষ্ণা চক্রবর্তী এবং সাবেক মেয়র সব্যসাচী দত্ত।

শনিবার বিক্ষিপ্ত সহিংসাতার মাঝেই চারটি পৌরসভার নির্বাচন হয়। সোমবার (১৪ ফেব্রুয়ারি) ভালোবাসা দিবসেই প্রকাশ হয় এই ভোটের ফল।

দুই দিনের মধ্যে ভোটের ফল প্রকাশের উদ্দেশ্যে বিশেষ ব্যবস্থাসহ ভোট গণনা কেন্দ্রে কড়া নিরাপত্তা বজায় রাখা হয়। গণনাকেন্দ্রের বাইরে মোতায়েন হয় তিন স্তরের নিরাপত্তা বলয়। আর সশস্ত্র বাহিনী ও দাঙ্গা পুলিশও ছিল গণনাকেন্দ্রের বাইরে।

এই জয়কে মানুষের উদ্দেশ্যে উৎসর্গ করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এসময় তিনি বলেন, যতবার জিতব, তত নম্র হয়ে মানুষের কাজে ঝাঁপিয়ে পড়ব।

ঢাকানিউজ২৪.কম / কেএন

আরো পড়ুন

banner image
banner image