নিজস্ব প্রতিবেদক : বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আহতদের উন্নত চিকিৎসার প্রয়োজনে সরকার তাদের বিদেশে পাঠানোর ব্যবস্থা করবে বলে জানিয়েছেন ধর্ম উপদেষ্টা ড. আ খ ম খালিদ হোসেন।
মঙ্গলবার (২০ আগস্ট) দুপুরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল ও শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে আহতদের দেখতে এসে কথা বলেন তিনি।
তিনি বলেন, 'প্রধান উপদেষ্টার সঙ্গে আলোচনা করে আহতদের উন্নত চিকিৎসা দেওয়ার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। আমরা আজকে আহতদের দেখতে এসেছি এবং আস সুন্নাহ ফাউন্ডেশন থেকে ইতোমধ্যে ৫ কোটি টাকা সহায়তা দেওয়া হয়েছে, আরও ৫ কোটি টাকার ফান্ড সংগ্রহের কাজ চলছে।'
ড. আ খ ম খালিদ হোসেন আরও জানান, 'বর্তমানে ২৬ জন ছাত্র চিকিৎসাধীন রয়েছেন। এর মধ্যে ১০ জনকে হাসপাতাল থেকে রিলিজ দেওয়া হয়েছে। গুরুতর অবস্থায় থাকা রোগীদের চিকিৎসা চলমান রয়েছে।'
সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, 'হাসপাতাল কর্তৃপক্ষ কোনো অবহেলা করছে না। তারা সর্বোচ্চ চেষ্টা করছে। যাদের অবস্থা গুরুতর ছিল, তাদের মৃত্যুর ঘটনা ঘটেছে, যা অত্যন্ত দুঃখজনক। আমরা আহতদের দ্রুত আরোগ্য কামনা করছি এবং শহীদদের আত্মার মাগফেরাত কামনা করছি।'
ঢাকানিউজ২৪.কম / জেডএস/সানি
আপনার মতামত লিখুন: