নিউজ ডেস্ক : পুলিশ সদরদপ্তর জানিয়েছে যে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) সকল সদস্যকে ছুটি দেওয়া হয়েছে বলে সামাজিক যোগাযোগ মাধ্যমে যে খবর প্রচারিত হয়েছে তা ভিত্তিহীন।
মঙ্গলবার (৬ আগস্ট) পুলিশ সদরদপ্তর থেকে প্রকাশিত এক বার্তায় এই তথ্য নিশ্চিত করা হয়।
এদিকে, সারাদেশে আইনশৃঙ্খলা বজায় রাখতে সেনা, নৌ, ও বিমান বাহিনীর পাশাপাশি অন্যান্য বাহিনী সক্রিয় ভূমিকা পালন করছে বলে জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)।
বর্তমান সংকটময় পরিস্থিতিতে দেশের নিরাপত্তা ব্যবস্থা হুমকির মুখে পড়েছে। এই অবস্থায় বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীকে ঢাকাসহ দেশের বিভিন্ন পুলিশ স্টেশন, হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর, এবং ঢাকার ট্রাফিক নিয়ন্ত্রণের দায়িত্ব দেওয়া হয়েছে। আনসারের মিডিয়া শাখা জানিয়েছে যে এই দায়িত্ব পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত বলবত থাকবে।
ঢাকানিউজ২৪.কম / কেএন
আপনার মতামত লিখুন: