
নিউজ ডেস্ক: জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের বলেছেন, ‘দেশ স্বাভাবিক গতিতে এগিয়ে যাবে। দেশের মানুষের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতেই আমরা রাজনীতি করছি। দেশের মানুষ যেন মানসম্মান ও জীবনের নিরাপত্তা নিয়ে চিন্তিত না হয়। জাতীয় পার্টি একত্রিত আছে, ঐক্যবদ্ধভাবে এগিয়ে যাবে।’
শুক্রবার (২৪ ফেব্রুয়ারি) দুপুরে বনানীতে জাতীয় পার্টি চেয়ারম্যানের কার্যালয়ে নিজের জন্মদিন উপলক্ষে আয়োজিত এক শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
জিএম কাদের বলেন, ‘আমাদের দল অন্য কোনও দলের জন্য কাজ করছে না। আমরা দেশের মানুষের স্বার্থে কাজ করছি। দেশের মানুষ যদি দেখে আমরা তাদের স্বার্থে কাজ করছি, তারা অবশ্যই আমাদের সমর্থন দেবে। দেশের জনগণের ভবিষ্যতের সাথেই আমাদের ভবিষ্যত।’
ঢাকানিউজ২৪.কম /
আপনার মতামত লিখুন: