নাজমুল হোসেন, নিজস্ব প্রতিবেদক : বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের চিত্র ও শিক্ষার্থীদের ত্যাগ স্মরণ করতেই সারা দেশের দেয়ালে দেয়ালে আঁকা হচ্ছে গ্রাফিতি। বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থীরা স্বেচ্ছায় অংশ নিয়েছেন এই কাজে।
লক্ষ্মীপুর জেলার কিছু ছাত্র আন্দোলনে জড়িতদের সাথে কথা হলে তাঁরা বলেন, ত্যাগ মানুষের মাঝে স্মরণীয় রাখতেই এ উদ্যোগ।
গ্রাফিতিতে রাঙিয়ে তোলা হচ্ছে বদলে যাওয়া নতুন বাংলাদেশের গল্প ও আন্দোলন অভ্যুত্থানের নানা ঘটনা।
শিক্ষার্থীরা বলছেন, একত্রে অনেক সুন্দর সমাজ ও দেশ গড়ার পরিকল্পনা নিয়ে সামনে এগিয়ে যেতে হবে আমাদের সকলের।
সাংবাদিক কাজী নাঈম বলেন, গ্রাফিতির মাধ্যমে পরবর্তী প্রজন্মের কাছে শিক্ষার্থীদের অবদান তুলে ধরার জন্যই এ উদ্যোগ নেওয়া হয়েছে।
গ্রাফিতি ও দেশ সংস্কারের নানা স্লোগানে ছেয়ে গেছে লক্ষ্মীপুর শহরের রাস্তাঘাট ও বিভিন্ন প্রতিষ্ঠানের দেয়াল।
শিক্ষার্থীরা আরও বলছেন, আন্দোলন ও ত্যাগের মহিমা তুলে ধরতেই সবাই মিলে দেয়ালে দেয়ালে গ্রাফিতি আঁকার উদ্যোগ নেওয়া হয়েছে।
শিক্ষার্থীরা আরও বলছেন, পরবর্তী প্রজন্মের কাছে সমাজ বা রাষ্ট্রের কী চাওয়া সেটা তুলে ধরতেই শিক্ষার্থীদের এ উদ্যোগ।
ঢাকানিউজ২৪.কম / কেএন
আপনার মতামত লিখুন: