• ঢাকা
  • সোমবার, ২১ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ; ০৭ অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ
  • সরকারি নিবন্ধন নং ৬৮

Advertise your products here

banner image
website logo

শ্যামগঞ্জে রেলওয়ে মাঠ, পুকুর ও স্মৃতিসৌধ রক্ষায় মানববন্ধন


ঢাকানিউজ২৪.কম ; প্রকাশিত: সোমবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ০৪:৪৪ পিএম
শ্যামগঞ্জে
রেলওয়ে মাঠ, পুকুর ও স্মৃতিসৌধ রক্ষায় মানববন্ধন

গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি : গৌরীপুর উপজেলার শ্যামগঞ্জ রেলওয়ের পুকুর ও রেলওয়ের মাঠ দখলমুক্তকরণ, শহীদ সুধীর– বড়ুয়ার স্মৃতিসৌধ আধুনিকায়ন ও  সংস্কারের দাবীতে মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়।

স্থানীয় ওরা ১১জন স্পোটিং ক্লাব, ৯৬ ব্যাচ ও সচেতন এলাকাবাসীর উদ্যোগে রবিবার (১৫সেপ্টেম্বর) বিকালে শ্যামগঞ্জ শহীদ বড়ুয়ার স্মৃতিসৌধের সামনের সড়কে এ মানববন্ধন কর্মসূচী পালিত হয়।
মানববন্ধন কর্মসূচীতে বক্তব্য রাখেন বাংলাদেশ কমিউনিস্ট পার্টি গৌরীপুর উপজেলা শাখার সাধারন সম্পাদক হারুন-আল-বারী, বিএনপি নেতা বাহার উদ্দিন দুদু, উদীচী শিল্পী গোষ্ঠী শ্যামগঞ্জ শাখার সভাপতি ডা. মো. শহীদুল্লাহ, উদীচীর সাধারন সম্পাদক জয়ন্ত রায়, সাবেক ইউপি সদস্য আব্দুল্লাহ আল নোমান, আওয়ামী লীগ নেতা ফেরদৌস আহমেদ ও ৯৬ ব্যাচের পারভেজ আহমেদ ও ফরিদ আহমেদ প্রমুখ।  

সমাবেশে বক্তারা রেলক্রসিং সংলগ্ন অবৈধ দোকানপাট উচ্ছেদ, খেলার মাঠ, শহীদ বীর মুক্তিযোদ্ধা সুধীর বড়ুয়ার স্মৃতিসৌধ ও ড্রেনেজ ব্যবস্থার সংস্কারের, রেলওয়ের পুকুর দখলমুক্ত করাসহ বিভিন্ন দাবী জানিয়ে বলেন, দীর্ঘদিন ধরে একটি প্রভাবশালী মহল শহীদ মিনার সংলগ্ন রেলওয়ের পুকুরটি ময়লা আবর্জনা ফেলে দখল করে ময়লার ভাগারে পরিনত করেছে। দূর্গন্ধের কারনে এই পুুকুরের সামনের সড়ক দিয়ে শিক্ষার্থীরা  হেঁটে যাতায়ত করতে পারে না। 

এছাড়া স্মৃতিসৌধের চারিপাশে রেলওয়ের জায়গায় অবৈধ দখল বানিজ্য চালাচ্ছে একটি চক্র। দীর্ঘদিন ধরে আন্দোলন করার পরও কোন ধরনের সংস্কার হচ্ছে না। 
 

ঢাকানিউজ২৪.কম / কেএন

আরো পড়ুন

banner image
banner image