• ঢাকা
  • বৃহস্পতিবার, ১৩ আশ্বিন ১৪৩০ বঙ্গাব্দ; ২৮ সেপ্টেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ
  • সরকারি নিবন্ধন নং ৬৮

Advertise your products here

banner image
website logo

ময়মনসিংহে বিএনপির মৌন মিছিল ও সমাবেশ


ঢাকানিউজ২৪.কম ; প্রকাশিত: বুধবার, ৩০ আগষ্ট, ২০২৩ খ্রিস্টাব্দ, ০৫:১৪ পিএম
ময়মনসিংহে
বিএনপির মৌন মিছিল ও সমাবেশ

নিজস্ব প্রতিবেদক, ময়মনসিংহ : বুধবার দুপুরে নগরীর দলীয় কার্যালয়ের সামনে গুমের শিকার ব্যক্তিদের স্মরণে আন্তর্জাতিক দিবস উপলক্ষে ময়মনসিংহ মহানগর, উত্তর ও দক্ষিণ জেলা বিএনপি আয়োজিত মৌন মিছিলপুর্ব সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির সাংগঠনিক সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স। 
  
মহনগর বিএনপির আহবায়ক অধ্যাপক এ কে এম শফিকুল ইসলামের সভাপতিত্বে যুগ্ম-আহবায়ক আবু ওয়াহাব আকন্দের সঞ্চালনায় সমাবেশে আরো বক্তব্য রাখেন উত্তর জেলা বিএনপির আহবায়কক অধ্যাপক এ কে এনায়েত উল্লাহ কালাম, মহানগর যুগ্ম আহবায়ক অধ্যাপক শেখ আমজাদ আলী, উত্তর জেলা যুগ্ম-আহবায়ক মোতাহার হোসেন তালুকদার, দক্ষিণ জেলা যুগ্ম আহবায়ক শুক্কুর মাহমুদ ববি, মহানগর বিএনপির নেতা কাজী রানা, শিব্বির আহমদ বুলু, অ্যাডভোকেট এম এ হান্নান খান, অ্যাডভোকেট নুরুল হক, এ কে এম মাহবুবুল আলম, শামীম আজাদ, শ্রমিকদলের জেলা সভাপতি আবু সায়িদ প্রমুখ।

পরে মৌন মিছিল বের হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণকালে নতুনবাজার মোড়ে পুলিশের বাঁধার মুখে পড়ে। এসময় সংক্ষিপ্ত বক্তব্যের মধ্যদিয়ে মিছিল শেষ করা হয়।

ঢাকানিউজ২৪.কম / কেএন

আরো পড়ুন

banner image
banner image