• ঢাকা
  • রবিবার, ২৪ ভাদ্র ১৪৩১ বঙ্গাব্দ; ০৮ সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
  • সরকারি নিবন্ধন নং ৬৮

Advertise your products here

banner image
website logo

জনবল সংকটে দুই বছরেও চালু হয়নি আইসিইউ


ঢাকানিউজ২৪.কম ; প্রকাশিত: মঙ্গলবার, ২৭ আগষ্ট, ২০২৪ খ্রিস্টাব্দ, ০৬:৫১ পিএম
এতে অর্থ ও সময় অপচয় হয়
চালু হয়নি আইসিইউ

নিউজ ডেস্ক:  অবকাঠামো ও যন্ত্রপাতি সবকিছুই আছে। শুধু জনবলের অভাবে চালু হয়নি জয়পুরহাট ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের ইনটেনসিভ কেয়ার ইউনিট (আইসিইউ)। দুই বছর ধরে চালুর অপেক্ষায় থাকা হাসপাতালের গুরুত্বপূর্ণ এ বিভাগের সেবা থেকে বঞ্চিত জয়পুরহাটবাসী এমন দাবি কর্তৃপক্ষের।

করোনার সময় ২০২২ সালের জানুয়ারি মাসে হাসপাতালের পুরোনো ভবনের চার তলায় একটি বড় কক্ষে ১০ শয্যার আইসিইউ ইউনিট প্রস্তুত করা হয়। ব্যয় হয় প্রায় দেড় কোটি টাকা। সহযোগিতা করে স্বাস্থ্য অধিদপ্তর, গণপূর্ত বিভাগ, জেলা পরিষদ ও স্থানীয় বেসরকারি সংস্থা। ইউনিটটিতে রয়েছে উন্নত মানের যন্ত্রপাতি। প্রশিক্ষণ দেওয়া হয়েছে ১৬ জন নার্সকে। ইউনিটটি ২৪ ঘণ্টা চালু রাখার জন্য প্রয়োজন ছয়জন অ্যানেস্থেশিওলজিস্ট এবং ১০ জন ওয়ার্ড বয় ও আয়া। কিন্তু হাসপাতালে আছেন মাত্র একজন অ্যানেস্থেশিওলজিস্ট। ফলে যন্ত্রপাতি ও প্রশিক্ষণপ্রাপ্ত নার্স থাকলেও অ্যানেস্থেশিওলজিস্ট ও ওয়ার্ড বয় সংকটে চিকিৎসা নিতে আসা মুমূর্ষু রোগীদের কাজে লাগছে না আইসিইউ ইউনিটটি। 

কালাই উপজেলার উদয়পুর ইউনিয়নের জামুড়া গ্রামের রফিকুল ইসলাম তাঁর মা জরিনা বেগমকে জয়পুরহাট জেনারেল হাসপাতালে ডায়ালাইসিসের জন্য নিয়ে এসেছেন। তিনি বলেন, হাসপাতালে আইসিইউ ইউনিট চালু হওয়ার কথা শুনে আসছি দীর্ঘদিন থেকে। ইউনিটটি চালু হলে অসচ্ছল রোগীদের উপকার হতো। অর্থ ও সময় দুটোই সাশ্রয় হতো। 
অনেক সময় আইসিইউ প্রয়োজন হয়। তখন বগুড়ায় যেতে হয়। এতে অর্থ ও সময় অপচয় হয়। 

আইসিইউ ইউনিটের ইনচার্জ আব্দুল্লাহ রানা বলেন, হাসপাতালের আইসিইউ ইউনিটটি চালু না হওয়ায় জেলার বিভিন্ন উপজেলা থেকে আসা মুমূর্ষু রোগীদের সেবা দিতে পারছি না। আমরাও চাই ইউনিটটি দ্রুত চালু হোক।  

হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. সরদার রাশেদ মোবারক জুয়েল বলেন, করোনার সময় আইসিইউ ইউনিটের প্রয়োজন উপলব্ধি করেছি। বিভিন্ন মহলে যোগাযোগ করে ২০২২ সালের জানুয়ারি মাসে ১০ শয্যার এ ইউনিট প্রস্তুত করেছি। ১৬ জন নার্সকে প্রশিক্ষণও দেওয়া হয়েছে। ছয়জন অ্যানেস্থেশিওলজিস্ট এবং ১০ জন ওয়ার্ড বয় ও আয়া হলেই ইউনিটটি চালু করা সম্ভব। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। 

ঢাকানিউজ২৪.কম / এইচ

আরো পড়ুন

banner image
banner image