• ঢাকা
  • রবিবার, ১১ চৈত্র ১৪২৯ বঙ্গাব্দ; ২৬ মার্চ, ২০২৩ খ্রিস্টাব্দ
  • সরকারি নিবন্ধন নং ৬৮

Advertise your products here

banner image
website logo

বিএন‌পি থেকে ব‌হিষ্কৃত সেই সাত্তার এম‌পি হ‌লেন


ঢাকানিউজ২৪.কম ; প্রকাশিত: বুধবার, ০১ ফেরুয়ারী, ২০২৩ খ্রিস্টাব্দ, ০৯:৩৬ পিএম
‌নির্বা‌চিত, এম‌পি
বেসরকারিভাবে নির্বা‌চিত এম‌পি আব্দুস সাত্তার

নিজস্ব প্রতিবেদক

ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে উপনির্বাচনে বেসরকারিভাবে জয়ী হলেন বিএনপি থেকে বহিষ্কৃত স্বতন্ত্র প্রার্থী উকিল আব্দুস সাত্তার ভূঁইয়া।

বুধবার অনুষ্ঠিত নির্বাচনে ৪৪ হাজার ৮১১ ভোট পেয়ে বেসরকারিভাবে জয়ী হয়েছেন তিনি। 

তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জাতীয় পার্টির লাঙ্গল মার্কার প্রার্থী আব্দুল হামিদ খান পেয়েছেন ৯ হাজার ৫০০ ভোট। 

এর আগে ধানের শীষ নিয়ে পাঁচবার এমপি নির্বাচিত হলেও এবার কলার ছড়ি প্রতীকে এমপি হলেন বর্ষীয়ান এই রাজনীতিবিদ।

উপনির্বাচনে মোট চারজন প্রতিদ্বন্দ্বিতা করেন। আব্দুস সাত্তার ভূঁইয়া ছাড়া অন্য প্রতিদ্বন্দ্বিরা হলেন- জাতীয় পার্টির আব্দুল হামিদ ভাসানী (লাঙ্গল), জাকের পার্টির জহিরুল হক জুয়েল (গোলাপ ফুল) ও বিএনপির বহিষ্কৃত আরেক নেতা আবু আসিফ আহমেদ (মোটরগাড়ি)।

দুই উপজেলার ১৭টি ইউনিয়ন নিয়ে এ আসনের মোট ভোটার সংখ্যা ৩ লাখ ৭৩ হাজার ৩১৯ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১ লাখ ৯৭ হাজার ৫০৩ ও নারী ভোটারের সংখ্যা ১ লাখ ৭৫ হাজার ৮১৫ জন। এছাড়াও তৃতীয় লিঙ্গের একজন ভোটার রয়েছেন।

নির্বাচন সুষ্ঠু করতে ১৭টি ইউনিয়নে ১৭ জন নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও ২ জন জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট দায়িত্ব পালন করেছেন।

নির্বাচনে আইনশৃঙ্খলা পরিস্থিতি রক্ষায় ১১০০ পুলিশ সদস্যের পাশাপাশি ৪ প্লাটুন বিজিবির সদস্য মোতায়েন করা হয়েছিল। এছাড়াও নিরাপত্তার দায়িত্ব পালন করেছে র‌্যাবের ৯টি টিম, পুলিশের ৯টি মোবাইল টিম ও ৪টি স্ট্রাইকিং টিম।

উ‌ল্লেখ‌্য, নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে আন্দোলনের অংশ হিসেবে গত ১০ ডিসেম্বর ঢাকার গোলাপবাগের সমাবেশে বিএনপির সংসদ সদস্যরা একযোগে পদত্যাগের ঘোষণা দেন। এর পরদিনই তারা সংসদ ভবনে স্পিকার শিরীন শারমিন চৌধুরীর কাছে পদত্যাগপত্র জমা দেন। বিএনপির অন্য সংসদ সদস্যদের মতো সাত্তারও ১১ ডিসেম্বর পদত্যাগ করেন। তবে ফাঁকা আসনে উপনির্বাচনে দাঁড়াতে দল ছেড়ে দেন তিনি।

ঢাকানিউজ২৪.কম / এম আর

আরো পড়ুন

banner image
banner image