• ঢাকা
  • বৃহস্পতিবার, ১৩ আশ্বিন ১৪৩০ বঙ্গাব্দ; ২৮ সেপ্টেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ
  • সরকারি নিবন্ধন নং ৬৮

Advertise your products here

banner image
website logo

এশিয়া কাপের দলে নেই রিয়াদ


ঢাকানিউজ২৪.কম ; প্রকাশিত: শনিবার, ১২ আগষ্ট, ২০২৩ খ্রিস্টাব্দ, ১১:০০ এএম
দলে নেই রিয়াদ
এশিয়া কাপ

নিউজ ডেস্ক : বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নির্বাচকরা এশিয়া কাপের জন্য শনিবার ১৭ জনের দল ঘোষণা করেছেন। এবার প্রথমবার ডাক পেয়েছেন অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ জয়ী ওপেনার তানজিদ হাসান তামিম। সিনিয়র ক্রিকেটার মাহমুদউল্লাহ রিয়াদের দলে ডাকা হয়নি। 

সর্বশেষ আন্তর্জাতিক ওয়ানডে খেলেছেন মাহমুদউল্লাহ চলতি বছরের মার্চে ইংল্যান্ডের বিপক্ষে। তাকে দলে না নেওয়ার বিষয়ে প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন বলেছেন, তাকে নিয়ে অনেক আলোচনা হয়েছে। টিম ম্যানেজমেন্ট ভবিষ্যতের কথা চিন্তা করে এই সিদ্ধান্ত নিয়েছে। আমরা মনে করেছি, ম্যানেজমেন্টের সিদ্ধান্ত ভালো হয়েছে। 

এশিয়া কাপে দারুণ ক্রিকেট খেলেছেন তরুণ তানজিদ তামিম। এজন্য তার জাতীয় দলের দরজা খুলেছে। দলে জায়গা ধরে রেখেছেন নাঈম শেখ। আফগানিস্তানের বিপক্ষে তিন ম্যাচের সিরিজের শেষ দুটি খেললেও ব্যর্থ হন তিনি। ইমার্জিং এশিয়া কাপেও তেমন ভালো করেননি। লিটনের ওপেনিং সঙ্গী বিবেচনায় রাখা হয়েছে এই দু’জনকে। 

ডানহাতি স্পিন অলরাউন্ডার শেখ মাহেদীএশিয়া কাপের দলে ফিরেছেন। ইমার্জিং এশিয়া কাপে ভালো ক্রিকেট খেলায় তাকে নিয়ে আলোচনা ছিল। এছাড়া টিম ম্যানেজমেন্ট দলে অতিরিক্ত একজন অলরাউন্ডারের কথা ভেবে তাকে নিয়েছে।   

দলে বাঁ-হাতি স্পিনার বিবেচনায় নির্বাচকরা নাসুম আহমেদকে রেখেছেন। শ্রীলঙ্কা ও পাকিস্তানে ফ্লাট উইকেটে খেলা হতে পারে এই বিষয়টি মাথায় রাখা হয়েছে বলে উল্লেখ করেছেন প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু। তাইজুলের চেয়ে নাসুমকে বেশি কার্যকরী ধরা হয়েছে ফ্লাট উইকেটে।

এবার এশিয়া কাপের দল: সাকিব আল হাসান (অধিনায়ক), লিটন দাস, নাজমুল হাসান শান্ত, তাওহীদ হৃদয়, আফিফ হোসেন, তানজিদ হাসান তামিম, মুশফিকুর রহিম, মেহেদী মিরাজ, তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান, এবাদত হোসেন, নাঈম শেখ, হাসান মাহমুদ, শেখ মাহেদী, নাসুম আহমেদ, শামীম হোসেন পাটোয়ারি, শরিফুল ইসলাম।

ঢাকানিউজ২৪.কম / কেএন

আরো পড়ুন

banner image
banner image