• ঢাকা
  • শনিবার, ৭ আশ্বিন ১৪৩০ বঙ্গাব্দ; ২৩ সেপ্টেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ
  • সরকারি নিবন্ধন নং ৬৮

Advertise your products here

banner image
website logo

বকশীগঞ্জে ধাওয়া-পাল্টা ধাওয়া ও অগ্নিসংযোগের ঘটনা


ঢাকানিউজ২৪.কম ; প্রকাশিত: বৃহস্পতিবার, ০৬ জানুয়ারী, ২০২২ খ্রিস্টাব্দ, ০৯:১৫ এএম
চেয়ারম্যান প্রার্থীর সিদ্দিকুর রহমান ও স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী
বকশীগঞ্জে অগ্নিসংযোগের ঘটনা

সুমন আদিত্য,জামালপুর প্রতিনিধিঃ   জামালপুর বকশীগঞ্জের মেরুরচর ইউনিয়ন পরিষদ নির্বাচনে দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।

৫ জানুয়ারি (বুধবার) দুপুর আড়াইটার দিকে উপজেলার মেরুরচর ইউনিয়ন পরিষদ নির্বাচনে হাসেন আলী উচ্চ বিদ্যালয় কেন্দ্রে এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, দুপুর আড়াইটার দিকে আওয়ামী লীগের চেয়ারম্যান প্রার্থীর সিদ্দিকুর রহমান ও স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী মনোয়ার হোসেন সমর্থকদের মাঝে সংঘর্ষ ও দাওয়া-পাল্টা ধাওয়া শুরু হয়। এ সময় এক পুলিশ সদস্যসহ অন্তত ১০ জন আহত হয়েছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ফাঁকা গুলি ছোড়েন।

এ সময় পুলিশের একটি গাড়িতে আগুন দেওয়ার ঘটনা ঘটে। জামালপুর পুলিশ সুপার নাছির উদ্দিন আহমেদ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

ভোট কেন্দ্রটির প্রিসাইডিং অফিসার আতাউর রহমান জানান, এ ঘটনার পর থেকে কেন্দ্রটিতে ভোটগ্রহণ বন্ধ করে দেয়া হয়েছে।

ঢাকানিউজ২৪.কম /

আরো পড়ুন

banner image
banner image