
আন্তর্জাতিক ডেস্ক : ক্ষমতাসীন দলের প্রার্থী বোলা টিনুবু নাইজেরিয়ার নতুন প্রেসিডেন্ট নির্বচিত হয়েছেন। ৩৭ শতাংশ ভোট পাওয়ায় তাকে বিজয়ী ঘোষণা করেছে দেশটির নির্বাচন কমিশন।
এ নির্বাচনে ৭০ বছর বয়সী বোলা টিনুবুর দুই প্রতিদ্বন্দ্বী পিপলস ডেমোক্রেটিক পার্টির (পিডিপি) আতিকু আবুবাকার পেয়েছেন ২৯ শতাংশ, লেবার পার্টির পিটার ওবি পেয়েছেন ২৫ শতাংশ ভোট।
শপথ নিলে টিনুবু বর্তমান প্রেসিডেন্ট মুহাম্মাদু বুহারির স্থলাভিষিক্ত হবেন; দুই মেয়াদে প্রেসিডেন্টের দায়িত্বে থাকা বুহারির সময়কার অর্থনৈতিক স্থবিরতা এবং নিরাপত্তা ব্যবস্থার অবনতি মোকাবেলাই টিনুবুর প্রধান চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে।
টিনুবুকে জয়ী ঘোষণা করার আগেই পিডিপি ও লেবার পার্টিসহ তিনটি বিরোধী দল ব্যাপক অনিয়ম ও জালিয়াতির অভিযোগ তুলে ফের নির্বাচন দেওয়ার দাবি জানিয়েছে।
বোলা টিনুবু বলেন, নির্বাচন নিয়ে বিরোধীদের আদালতে যাওয়ার অধিকার রয়েছে। নির্বাচনে অনিয়ম হলেও, তার সংখ্যা এতটাই কম যে তা নির্বাচনের ফল বদলাতে তেমন কোনো ভূমিকা রাখতে পারবে না।
ঢাকানিউজ২৪.কম / কেএন
আপনার মতামত লিখুন: