• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৭ ভাদ্র ১৪৩১ বঙ্গাব্দ; ১২ সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
  • সরকারি নিবন্ধন নং ৬৮

Advertise your products here

banner image
website logo

খাগড়াছড়িতে বন্যার্তদের পাশে সেনাবাহিনীসহ বিভিন্ন সংগঠন 


ঢাকানিউজ২৪.কম ; প্রকাশিত: সোমবার, ২৬ আগষ্ট, ২০২৪ খ্রিস্টাব্দ, ০৪:১৪ পিএম
খাগড়াছড়িতে বন্যার্তদের পাশে
সেনাবাহিনী জেলা প্রশাসন, পুলিশ, বিএনপি ও বিভিন্ন সংগঠন 

খাগড়াছড়ি প্রতিনিধি : খাগড়াছড়িতে বন্যা পরিস্থিতির উন্নতি হয়েছে। জীবনযাত্রাও স্বাভাবিক হয়ে আসছে। ক্ষতিগ্রস্থদের মাঝে সেনাবাহিনী, জেলাপ্রশাসন, পুলিশ, বিএনপি ও বৈষম্য বিরোধী ছাত্রসহ বিভিন্ন সংস্থার ত্রানসহ বিভিন্ন সহযোগিতা অব্যাহত রয়েছে। 

জানা গেছে বন্যায় প্লাবিত এলাকার পানি নেমে যাওয়ায় ক্ষতিগ্রস্থরা জমে থাকা কাদা, ময়লা, আবর্জনা সরিয়ে ঘরবাড়ি পরিষ্কার পরিচ্ছন্ন করছেন। পানি সরে যাওয়ায়  সর্বত্র ক্ষতের চিত্র দৃশ্যমান হচ্ছে। পানির স্রোতে  ভেঙ্গে গেছে সড়ক, ব্রিজ ও সেতু। ভেসে গেছে অসংখ্য পুকুরেন মাছ, নষ্ট হয়ে গেছে ফসলের ক্ষেত। পাহাড় ধসে ক্ষতিগ্রস্ত হয়েছে শতশত পরিবার। 

কিন্তু ক্ষয়ক্ষতির পরিমাণ কত এখনো নিশ্চিত করতে পারেনি উন্নয়ন সংস্থাগুলো। পর পর পাঁচ দফা বন্যায় ব্যাপক ক্ষতি হলেও ত্রাণ প্রাপ্তি নিয়ে খুশি সাধারণ মানুষ।

বন্যার পর সর্বশক্তি নিয়ে মাঠে ছিল, বাংলাদেশ সেনাবাহিনী, প্রশাসন, বিএনপি ও বৈষম্যবিরোধী ছাত্ররা। সেনাবাহিনীর সদস্যরা বন্যার পানিতে আটকা পড়াদের উদ্ধার করেছে। সে সাথে দূর্গত এলাকার মানুষের মাঝে সেনাবাহিনী, জেলা প্রশাসন  বিএনপি ও বৈষম্যবিরোধী ছাত্ররা ও বিভিন্ন সংগঠন  ত্রাণ তৎপরতা অব্যাহত রেখেছেন। 

বিশুদ্ধ পানির সংকট দূর করতে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর থেকে পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট বিতরণ করছেন  রাস্তায় ধসে পড়া মাটি সরিয়ে সড়ক যোগাযোগ সচল করার কাজ করছে সেনাবাহিনী ও সড়ক বিভাগ। বিচ্ছিন্ন করা সংযোগ লাইন চালু করছে বিদ্যুৎ বিভাগ।  খাগড়াছড়ি জেলা প্রশাসক মো. সহিদুজ্জামান ও পুলিশ মুক্তা ধরের নেতৃত্বে প্রশাসন আগের চেয়ে আরো বেশি সোচ্চার রয়েছে।  ফলে শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর তার দোসররা আত্মগোপনে চলে গেলে ক্ষতিগ্রস্থ মানুষ বরং বিগত দিনের চেয়েও বেশি সহযোগিতা পেয়েছে।

মাত্র তিন মাসের ব্যবধানে ৫ দফা বন্যায় খাগড়াছড়ি জেলার অনেক জায়গা লণ্ডভণ্ড হয়ে গেছে। ভেসে গেছে পুকুরের মাছ, ক্ষতিগ্রস্ত হয়েছে জমির ফসল। বন্যায় ক্ষতিগ্রস্থরা জানান, বিগত ৪০ বছরেও  এমন পানি  দেখেননি, ক্ষয়ক্ষতিও হয়নি এমন। 

জেলার রামগড়ের পাতাছড়া এলাকায় সড়কে উপর  পাহাড় ধসে পড়ায় দুইদিন খাগড়াছড়ি-ঢাকা আঞ্চলিক সড়কে যানবাহন চলাচল সম্ভব হয়নি। অবশেষে সেনাবাহিনী ও সড়ক বিভাগের দুইদিনের পরিশ্রমের পর বর্তমান যানবাহন চলাচল করছে। খাগড়াছড়ি সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী মাকসুদুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। 

খাগড়াছড়ি সেনা রিজিয়ন, বিজিবি, ও জেলা প্রশাসন, পুলিশ, ও খাগড়াছড়ি জেলা বিএনপির সভাপতি  সাবেক সংসদ সদস্য ওয়াদুদ ভূইয়ার পক্ষ থেকে দুর্গত এলাকায় ত্রান, বিশুদ্ধ পানি ও প্রয়োজনীয় ঔষধপত্র বিতরণ অব্যাহত রয়েছে। 

সোমবার (২৬ আগষ্ট) খাগড়াছড়ি জেলা প্রশাসনের পক্ষ থেকে জেলা প্রশাসক মোঃ সহিদুজ্জামান এর নেতুত্বে মাটিরাংগা উপজেলার তাইন্দংসহ জেলার সকল উপজেলা পর্যায়ে বন্যায় ক্ষতিগ্রস্থ পরিবারের মাঝে ত্রান সামগ্রী  বিতরন করেছেন। 

ঢাকানিউজ২৪.কম / কেএন

আরো পড়ুন

banner image
banner image