মোঃ হারুন-উর-রশীদ, ফুলবাড়ী (দিনাজপুর): দিনাজপুরের ফুলবাড়ী উপজেলা বন বিভাগের উদ্যোগে গত সপ্তাহে ৩ লক্ষ টাকা জামানত শর্তে উপজেলা ২টি খাদ্য গুদামের চত্তরে থাকা ৯৩টি গাছ সরকারী মূল্য ৫ লাখ ৭৭ হাজার ৮শত ৪৪ টাকা নির্ধারন করে (২৯ মাচ) বুধবার উম্মুক্ত ডাকের মাধ্যমে সর্বােচ্চ দরদাতাকে বিক্রয় করা ঘোষনা দিয়ে নোটিশ দেন।
নেগোসিয়েশনের মাধ্যমে সেই গাছের মুনাফা পাবার আশায় প্রকৃত গাছ ব্যবসায়ী ছাড়াও উপজেলার ১১৯জন বিভিন্ন ধরণের ব্যবসায়ী ডাকে অংশগ্রহন করেন। গত বুধবার সকাল থেকে জামানত জমা দেওয়ার উদ্দেশ্যে ব্যাংকগুলোতে থেকে ঢাকা উত্তোলনের ফলে ব্যাংক গুলোতে বড় নোটের ঘাটতি দেখা দেয়।
ফুলবাড়ী ইসলামি ব্যাংকের ক্যাশিয়ার বলেন সবাই আজ বড়নোট গুলো নিয়ে যাচ্ছে ফলে বড় নোটের ঘাটতি দেখা দিয়েছে। এতে অনেক গ্রাহক বড় নোট না পেয়ে সমসায় পড়ে যায়।
পরে দুপুর সাড়ে ১২টায় উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ ওয়াসিকুল ইসলাম গাছ ডাকের সমাপ্ত করলে। ব্যবসায়ীরা জামানত ফেরত নিয়ে ব্যাংকে জমা দিলে বড় নোটের সংকট দুর হয়।
ঢাকানিউজ২৪.কম / কেএন
আপনার মতামত লিখুন: