
সুমন দত্ত: ধর্মীয় সংখ্যালঘুদের সমস্যা সমাধানে সরকারকে নির্বাচনী প্রতিশ্রুতি পূরণের আবেদন জানিয়েছে ২৩টি সংগঠন নিয়ে গড়া ধর্মীয়-জাতিগত সংখ্যালঘু সংগঠনসমূহের ঐক্যমোর্চা।সরকারে কাছে তারা ৫ দফা দাবি জানায়। এ সংক্রান্ত একটি স্মারকলিপি প্রধানমন্ত্রীকে দেবেন বলে সংবাদ সম্মেলনে বলা হয়। ঐক্যমোর্চার পক্ষে বক্তব্য রাখেন সুপ্রিম কোর্টের বিশিষ্ট আইনজীবী ও আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রাষ্ট্রপক্ষের অন্যতম কৌসুলি রানা দাশগুপ্ত। তিনি ঐক্য মোর্চার প্রধান সমন্বয়ক।
রানা দাশগুপ্ত বলেন, সরকারি গত নির্বাচনী ইশতেহারে ৬৬ পৃষ্ঠায় সংখ্যালঘুদের জন্য যা করবেন বলে প্রতিশ্রুতি দিয়েছিল তার বাস্তবায়ন করবেন বলে আশা প্রকাশ করেন। এসব দাবি হলো
১. অনতিবিলম্বে সংখ্যালঘু সুরক্ষা আইন প্রণয়ন করতে হবে।
২. অনতিবিলম্বে সংখ্যালঘু কমিশন গঠন ও বৈষম্য বিলোপ আইন প্রণয়ন করতে হবে।
৩. অনতিবিলম্বে অর্পিত সম্পত্তি প্রত্যর্পণ আইন বাস্তবায়ন করতে হবে।
৪. পার্বত্য শান্তিচুক্তি ও পার্বত্য ভূমি বিরোধ নিষ্পত্তি কমিশনের যথাযথ বাস্তবায়ন করতে হবে।
৫. সমতলে সংখ্যালঘু জাতিসত্তাসমূহের (যেমন সাওতাল,গারো,হাজং মুন্ডা, ওরাও মনিপুরী) ভূমি রক্ষার স্বতন্ত্র ভূমি কমিশনগঠন এবং রাষ্ট্রীয় প্রজাস্বত্ব আইনের ৯৭ ধারা কার্যকরভাবে বাস্তবায়ন নির্দেশ দিতে হবে।
ঢাকানিউজ২৪.কম / এসডি
আপনার মতামত লিখুন: