
জাহিদুল হক মনির, শেরপুর প্রতিনিধি: শেরপুরের নকলায় পুলিশের বিশেষ অভিযানে আলমগীর (২৮) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে থানা পুলিশ।
বুধবার রাত সাড়ে নয়টার দিকে নকলা বাইপাস সড়কে তাকে আটক করা হয়। আলমগীর নেত্রকোনার পূর্বধলা উপজেলার মহেন্দ্রপুর গ্রামের আঃ রহমানের ছেলে।
পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার রাত সাড়ে নয়টার দিকে অভিযান চালিয়ে ১৯ কেজি ৫০০ গ্রামের ১০ টি প্যাকেটসহ আলমগীরকে আটক করা হয়। জব্দকৃত গাঁজার বাজার মূল্য প্রায় ৪ লাখ টাকা।
নকলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মুশফিকুর রহমান বলেন, এ ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে। আলমগীরকে আদালতে সোপর্দ করার প্রক্রিয়া চলছে।
ঢাকানিউজ২৪.কম / জাহিদুল হক মনির
আপনার মতামত লিখুন: