
নিউজ ডেস্ক: টানা ৫ দিন বন্ধের পর রোববার থেকে বাংলাদেশের সকল আর্থিক প্রতিষ্ঠান খুলে যাচ্ছে। বাংলাদেশ ব্যাংকের এক বিজ্ঞপ্তি থেকে এই তথ্য জানা গেছে। এদিকে রাজধানীতে ফিরতে শুরু করেছে লোকজন। বাস স্টেশন, রেল স্টেশন ও নদী পথে লোকজনকে ফিরতে দেখা গেছে।
শনিবারই ছুটি শেষে কাজে ফিরছে ছুটি ভোগকারীরা।
গাবতলী বাস টার্মিনালে অটোরিকশা চালক জাকিন খান ঢাকানিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “এখনও খুব বেশি মানুষ ঢাকায় ফেরেনি। শনিবার রাতে অনেকেই ঢাকায় আসবে বলে ধারণা করছি।”
মোটরসাইকেল চালক জুবায়ের সানি মাজার রোডে ঢাকানিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “ভাবছিলাম শনিবার অনেক মানুষ ঢাকায় ফিরব। ফাঁকা রাস্তায় অল্প সময়ে অনেক ভাড়া মারতে পারুম। কিন্তু বেশি লোকজন ফিরতাছে না।”
ঢাকানিউজ২৪.কম / এসডি
আপনার মতামত লিখুন: