গফরগাঁও(ময়মনসিংহ) প্রতিনিধিঃ ময়মনসিংহের গফরগাঁওয়ে কোটা আন্দোলনের বিজয় মিছিলে গুলিবর্ষনকারী সন্ত্রাসীদের গ্রেপ্তারের দাবীতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে এলাকাবাসী। মঙ্গলবার বেলা সাড়ে এগারটায় গফরগাঁও প্রেসক্লাবের সামনে এই মানববন্ধন কর্মসূচি পালিত হয়।
মানববন্ধন চলাকালে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা বিএনপি নেতা জয়নাল আবেদীন চাঁনু, জাসাস গফরগাঁও উপজেলা কমিটির সভাপতি মতিউর রহমান মতি, উপজেলা জিয়া পরিষদের সভাপতি বেলাল আহম্মেদ, জাসাস ময়মনসিংহ জেলা কমিটির সহ যুগ্ম সাধারন সম্পাদক ও রাওনা ইউপির সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোফাজ্জাল হোসেন, পৌর বিএনপি নেতা আলাউদ্দিন সুলতান প্রমুখ।
পরে একটি বিক্ষোভ মিছিল পৌর শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিন করে। মানব বন্ধনে বক্তারা গত ৫ আগষ্ট শেখ হাসিনা সরকারের পতনের পর উপজেলা বিএনপি ও সহযোগী সংগঠনের বিজয় মিছিলে পৌর শহরের মোতালেব প্লাজা অতিক্রমের সময় রাজিব ও তার সহযোগীদের গুলিতে আহত সাবেক ছাত্রদল নেতা আক্তার হোসেনের প্রাণনাশের হামলার ঘটনায় নিন্দা জানান ।
ঢাকানিউজ২৪.কম / কেএন
আপনার মতামত লিখুন: