• ঢাকা
  • মঙ্গলবার, ১০ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ; ২৩ এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ
  • সরকারি নিবন্ধন নং ৬৮

Advertise your products here

banner image
website logo

রুপনা চামকার জন্য রাঙ্গামাটিতে ঘর নির্মাণে প্রধানমন্ত্রীর নির্দেশ


ঢাকানিউজ২৪.কম ; প্রকাশিত: বুধবার, ২১ সেপ্টেম্বর, ২০২২ খ্রিস্টাব্দ, ০৭:১৩ পিএম
জীর্ণ ঘর সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনা
প্রধানমন্ত্রী শেখ হাসিনা

নিউজ ডেস্ক:   নেপালকে হারিয়ে সাফ চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ নারী দল। ওই দলের অন্যতম সদস্য গোলরক্ষক রুপনা চামকার জন্য নিজ শহর রাঙ্গামাটিতে একটি ঘর নির্মাণের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। 

বাংলাদেশ সাফ চ্যাম্পিয়ন হওয়ার পর রাঙ্গামাটির পাহাড়ে রুপনাদের জীর্ণ ঘর সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনায় আসে। বিষয়টি নজরে আসায় প্রধানমন্ত্রী এই নির্দেশ দিয়েছেন। 

প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম বাংলাদেশ সংবাদ সংস্থাকে (বাসস) বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, যুক্তরাষ্ট্রে অবস্থানরত প্রধানমন্ত্রী রুপনা চাকমার ঘর নির্মাণের নির্দেশ দিয়েছেন। 

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বর্তমানে জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৭তম সম্মেলনে যোগ দিতে নিউইয়র্কে অবস্থান করছেন। এর আগে রাঙ্গামাটির জেলা প্রশাসক মোহাম্মদ মিজানুর রহমান ফুল, মিষ্টি ও ফল নিয়ে রুপনা চাকমা ও ঋতুপূর্ণার বাড়িতে গিয়ে শুভেচ্ছা জানান।

ঢাকানিউজ২৪.কম /

আরো পড়ুন

banner image
banner image