• ঢাকা
  • শনিবার, ৭ আশ্বিন ১৪৩০ বঙ্গাব্দ; ২৩ সেপ্টেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ
  • সরকারি নিবন্ধন নং ৬৮

Advertise your products here

banner image
website logo

জলঢাকা ইউপি উপ-নির্বাচনে জাহেদ আলী নির্বাচিত 


ঢাকানিউজ২৪.কম ; প্রকাশিত: মঙ্গলবার, ১৮ জুলাই, ২০২৩ খ্রিস্টাব্দ, ০৪:৩৪ পিএম
জলঢাকা ইউপি উপ-নির্বাচনে নির্বাচিত 
অধ‍্যক্ষ জাহেদ আলী

জলঢাকা নীলফামারী প্রতিনিধি : নীলফামারী জলঢাকায় ৪ নং গোলনা ইউপি উপ- নির্বাচনে আওয়ামীলীগের মনোনীত প্রাথী অধ‍্যক্ষ জাহেদ আলী বিপুল ভোটের ব‍্যাবধানে নির্বাচিত হয়েছে। 

তিনি নৌকা প্রতিক নিয়ে নয় হাজার তিনশত ত্রিশ ভোট পেয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দি ছিলেন  স্বতন্ত্র প্রাথী সাবেক চেয়ারম্যান কামরুল আলম কবীর (অটোরিস্কা) প্রতিক নিয়ে  পেয়েছেন ছয় হাজার দুইশত আটটি ভোট। 

সোমবার (১৭ জুলাই) সকাল আটটা থেকে বিকেলে চারটা পযর্ন্ত  কোনো অনকাঙ্কিত ঘটনা ছাড়া সুষ্ঠুভাবে ভোটগ্রহন সম্পন্ন হয়। রিটার্নিং অফিসার সামসুল আজম জানান উপ-নির্বাচনে সাতজন প্রাথী ভোটের মাঠে লড়াই করেন।এর মধ্যে এফ এম মনসুর আলী (টেবিল ফ‍্যান) প্রতিক নিয়ে ২৪০টি ভোট, নুরুল ইসলাম (আনারস) প্রতিক ৩৫১ টি ভোট, আজিজুল ইসলাম (মোটরসাইকেল) প্রতিক নিয়ে ৫২৪ টি ভোট, রফিকুল ইসলাম( চশমা ) প্রতিক নিয়ে ৪০৬ টি ভোট ও সাখাওয়াত হোসেন ( ঘোড়া ) প্রতিক নিয়ে ১০ টি ভোট পেয়েছেন। উল্লেখ করা যায় ছোট ভাই মশিউর রহমানের রেখে যাওয়া পরিষদে প্রথম বারের মত চেয়ারম্যান হিসাবে বসবেন বড়ভাই অধ‍্যক্ষ জাহেদ আলী।

ঢাকানিউজ২৪.কম / কেএন

আরো পড়ুন

banner image
banner image