• ঢাকা
  • মঙ্গলবার, ১০ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ; ২৩ এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ
  • সরকারি নিবন্ধন নং ৬৮

Advertise your products here

banner image
website logo

কুলিয়ারচরে ইভটিজিংয়ের প্রতিবাদ করায় বখাটেদের হামলায় নিহত ১ 


ঢাকানিউজ২৪.কম ; প্রকাশিত: শনিবার, ২১ জানুয়ারী, ২০২৩ খ্রিস্টাব্দ, ০১:০৭ পিএম
ইভটিজিংয়ের প্রতিবাদ করায় বখাটেদের হামলায় নিহত ১ 
কুলিয়ারচর থানা

সোহানুর রহমান ( সোহান ), ভৈরব ( কিশোরগঞ্জ ) প্রতিনিধি: কিশোরগঞ্জের কুলিয়ারচরে ইভটিজিংয়ের প্রতিবাদ করায় বখাটেদের হামলায় আবু বক্কর নামে ১ বৃদ্ধা নিহত হয়েছে । পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করে আজ শুক্রবার সকালে ময়না তদন্তের জন্য কিশোরগঞ্জ সদর হাসপাতাল মর্গে প্রেরণ করেছে। তবে এ ঘটনায় এখনো থানায় কোন মামলা দায়ের করা হয়নি ।

বৃদ্ধা  নিহতের খবরে তার স্বজন ও এলাকাবাসিরা বৃহস্পতিবার রাতে প্রতিপক্ষ আলম,বাবুল ও পারভেজ সহ ৩ জনের বসত ঘর ভাংচুর ও আগুন ধরিয়ে দেয় ।  আগুনে ৩টি বসত ঘরের আসবাব পত্র পুড়ে কয়েক লাখ টাকার ক্ষয় ক্ষতি হয়েছে । 
 
খবর পেয়ে  রাতেই কুলিয়ারচর থানা পুলিশ ঘটনাস্থলে পৌছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে । পুলিশ ও স্থানীয়রা  জানায়, মোজরাই গ্রামে আলমের পুত্র রিসাদ,বাবুলের পুত্র রবি ও পারভেজ মিয়ার পুত্র সালামসহ  ৩/৪ জন বখাটে কিশোর ও যুবক বৃহস্পতিবার রাতে একই গ্রামের প্রতিবেশী নিহত বৃদ্ধার বাড়ির ১ কিশোরীকে ইভটিজিং করে । এ সময় বৃদ্ধা ইভটিজিংয়ের প্রতিবাদ করে এবং বখাটেদের বাবা-মা এর কাছে নালিশ করে বিচার প্রার্থী হয় । এতে  বখাটেরা ক্ষিপ্ত হয়ে বৃদ্ধার বাড়িতে গিয়ে বৃদ্ধার উপর হামলা চালিয়ে তাকে মারধোর করলে  সে গুরুতর আহত হয় । 

পরে স্বজন ও স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে  চিকিৎসক  তাকে মৃত ঘোেষণা করে ।

এ বিষয়ে কুলিয়ারচর থানার ওসি মোহাম্মদ গোলাম মোস্তফা জানান,  আসলে এটি ইভটিজিংয়ের কোন ঘটনা নয় । বীর কাসিম নগর উচ্চ বিদ্যালয়ের অসুস্থ শিক্ষিকাকে দেখতে ওই স্কুলেরই ২ জন ছাত্র-ছাত্রী এক সাথে বাড়িতে আসেন । পরে তাদের একসাথে দেখে রিসাদ, রবি ও সালাম ভুল বোঝে তাদের সাথে তর্কে জড়িয়ে যান । 

এ ঘটনায় নিহত বদ্ধা রিসাদ, রবি ও সালাম এর বাড়িতে গিয়ে  তাদের মা-বাবার কাছে বিচার প্রার্থী হন । পরে ক্ষিপ্ত হয়ে তারা আবার বৃদ্ধার বাড়িতে এসে তর্কা-তর্কিতে জড়িয়ে পরার এক পর্যায়ে বৃদ্ধাকে কিল ঘুষি মারলে । বৃদ্ধা আহত হয়ে পরলে তাকে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন । আসলে ভুল বোঝাবুঝির কারনে এ ঘটনা ঘটেছে ।

ঢাকানিউজ২৪.কম / কেএন

আরো পড়ুন

banner image
banner image