
নিজস্ব প্রতিবেদক : দেশের অন্যতম শীর্ষস্থানীয় আর্থিক প্রতিষ্ঠান- বাংলাদেশ ফাইন্যান্স লিমিটেডের উদ্যোগে অগ্নি নির্বাপণ, জরুরী উদ্ধার ও বহির্গমন বিষয়ক প্রশিক্ষণ ও মহড়া অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার অর্ধদিবসব্যাপী ঢাকার দিলকুশায় প্রতিষ্ঠানটির প্রধান কার্যালয়ে বাংলাদেশ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এর প্রত্যক্ষ তত্ত্বাবধানে এই অগ্নি প্রতিরোধ বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। এতে প্রধান প্রশিক্ষক ছিলেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ডিএডি, বজলুর রশীদ। প্রশিক্ষণে বিভিন্ন স্তরের ৪০ জন কর্মকর্তা অংশ নেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ফাইন্যান্সের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ কায়সার হামিদ।
আরও উপস্থিত ছিলেন, বাংলাদেশ ফাইন্যান্সের গ্রুপ সিএফও মো. সাজ্জাদুর রহমান ভুঁইয়া, হেড অব স্যাম আনোয়ার হোসেন, হেড অব এইচআর আহসানুজ্জামান সুজন, হেড অব জিএসডি মো. ইমরান হোসাইনসহ অন্যরা। প্রশিক্ষণ শেষে ভবনের সম্মুখে বিশেষ মহড়া অনুষ্ঠিত হয়।
ঢাকানিউজ২৪.কম / আসমাউল মোক্তাদিন/কেএন
আপনার মতামত লিখুন: