
মোঃ ইউসুফ আলী, আটোয়ারী (পঞ্চগড়) প্রতিনিধি : পঞ্চগড়ের আটোয়ারী উপজেলার শিক্ষানুরাগী, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইসলামের ইতিহাস বিভাগের সাবেক ছাত্র, ঠাকুরগাঁও সরকারি মহিলা কলেজের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের অবসরপ্রাপ্ত সহকারী অধ্যাপক এস.এম সুলতান মাহমুদ (৬৮) আর নেই।
পরিবার সুত্রে জানা গেছে, তিনি ক্যান্সার জনিত রোগে ঢাকায় চিকিৎসাধীন ছিলেন। বৃহস্পতিবার (২ মার্চ) সন্ধায় ঢাকা সামরিক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সুলতান মাহমুদ শেষ নিঃশ্বাস ত্যাগ করেন ( ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। অবসরপ্রাপ্ত সহকারী অধ্যাপক এস.এম সুলতান মাহমুদ উপজেলার ছোটদাপ গ্রামের মৃত গিয়াস উদ্দীন (মশা) এর পুত্র।
শুক্রবার (৩ মার্চ) মরহুমের প্রথম জানাযার নামাজ, জুম্মার নামাজের আগে ঠাকুরগাঁও বিয়াম স্কুল মাঠে অনুষ্ঠিত হয়। ওই দিনে বিকাল পাঁচটায় দ্বিতীয় জানাযার নামাজ মরহুমের গ্রামের বাড়ী আটোয়ারীর ছোটদাপ ঈদগাহ্ মাঠে অনুষ্ঠিত হয়। জানাযা শেষে পারিবারিক কবরস্থানে দাফন কার্য সম্পন্ন করা হয়। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই পুত্র ও তিন কন্যা , ভাই-বোন,পাড়া-প্রতিবেশী, আত্মীয়-স্বজন সহ অনেক গুনগ্রাহী রেখে গেছেন।
অধ্যাপক সুলতান মাহমুদের মৃত্যুতে ঠাকুরগাঁও সরকারি মহিলা কলেজ, পঞ্চগড় সরকারি মহিলা কলেজ, আটোয়ারী আদর্শ মহিলা ডিগ্রী কলেজ, মির্জা গোলাম হাফিজ ডিগ্রী কলেজ সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান কর্তৃপক্ষ শোক প্রকাশ করেছেন এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।
ঢাকানিউজ২৪.কম / কেএন
আপনার মতামত লিখুন: