নিজস্ব প্রতিবেদক : বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সংঘর্ষ ও গুলিতে রাজধানী ঢাকা এবং আশপাশের বিভিন্ন এলাকায় সহিংস সংঘর্ষ এবং গোলাগুলির ঘটনা ঘটেছে।
মঙ্গলবার (৬ আগস্ট) সকাল থেকে রাত পর্যন্ত এসব ঘটনায় ৩০ জনের মৃত্যু হয়েছে বলে নিশ্চিত করেছে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল কর্তৃপক্ষ।
গতকাল মঙ্গলবার (০৬ আগস্ট) সকাল থেকে বিভিন্ন স্থানে সংঘর্ষের মধ্যে গুলিবিদ্ধ অবস্থায় ১২৮ জনকে ঢামেকের জরুরি বিভাগে আনা হয়। এদের মধ্যে ১১ জনকে ভর্তি করা হয়েছে, বাকিদের প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়। হাসপাতালে আনার পর জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক ৩০ জনকে মৃত ঘোষণা করেন।
নিহতরা হলেন–
১. কনস্টেবল মাহফুজুর রহমান ২৪ পিতা সোলায়মান আলী মোল্লা গ্রাম তিলকপুর টানা আক্কেলপুর জেলা জয়পুরহাট।ঘটনাস্থল সংসদ ভবন এলাকা।
২. আশরাফুল হাওলাদার বয়স ২০ ঘটনাস্থল বাড্ডা।
৩. অজ্ঞাত (২২) ঘটনাস্থল উত্তরা কুয়েত মৈত্রী হাসপাতাল থেকে আসা।
৪. হাফেজ মোহাম্মদ মাহমুদুল হাসান বয়স ২৬ পিতা আব্দুল সাত্তার সাং ফতেপুর থানা সরাইল জেলা বি-বাড়িয়া। ঘটনাস্থল উত্তরা।
৫. অজ্ঞাত (পুলিশ) বয়স ৪০ ঘটনাস্থল যাত্রাবাড়ি।
৬. অজ্ঞাত বয়স ৩০ ঘটনাস্থল আজমল হাসপাতাল
৭. আনোয়ার হোসেন বয়স ৫৭(পুলিশ) ঘটনার স্থল যাত্রাবাড়ী ।
৮. রাব্বি বয়সে ২১ ঘটনার স্থল মতিঝিল।
৯. আব্দুল আলিম বয়স ৪৬ (পুলিশ) ঘটনার স্থল গাজীপুর শ্রীপুর।
১০. অজ্ঞাত ৩৫ ঘটনার স্থল হাতিরঝিল।
১১. অজ্ঞাত ৩০ (পুলিশ) ঘটনার স্থল যাত্রাবাড়ি।
১২. রাসেল মাহমুদ বয়স ২১( পুলিশ) ঘটনার স্থল যাত্রাবাড়ি।
১৩. মনির ৪৫ , ঘটনাস্থল যাত্রাবাড়ী।
১৪. এস আই রাসেল বয়স ৪৪ (পুলিশ) উত্তর পূর্ব থানা।
১৫. অজ্ঞাত বয়স ৩৮ উত্তরা থানা।
১৬. অজ্ঞাত বয়স ৩২ উত্তরা থানা।
১৭. অজ্ঞাত বয়স ৪০ উত্তরা থানা।
১৮. আসিব বয়স ১৬ ঘটনাস্থলগুলশান।
১৯. সুলতান বয়স ৩০ (পুলিশ) ঘটনার স্থান কুমিল্লা।
২০. র্যাব সদস্য ইন্সপেক্টর হাসমত আলী পুলিশ সদস্য ঘটনার স্থান যাত্রাবাড়ি।
২১. নুর আলম বয়স ২১ পিতা মোঃ আবুল হোসেন গ্রাম কামরাঙ্গীরচর থানা কামরাঙ্গীরচর জেলা ঢাকা ঘটনার স্থান কামরাঙ্গীরচর।
২২. র্যাব সদস্য আনোয়ার বিজিবি জেসিও।
২৩. নায়েক মোঃ আব্দুল আলিম বয়স ৪৫ ৩৯ বিজিবি ঘটনার স্থল গাজীপুর।
২৪. সঞ্জয় কুমার দাস বয়স ৩৯( পুলিশ) সদস্য ঘটনার স্থল যাত্রাবাড়ি।
২৫. ইন্সপেক্টর রাসেল ডিবি ঘটনার স্থল উত্তরা।
২৬. শাওন বয়স ২২ ঘটনাস্থল বংশাল।
২৭. অজ্ঞাত বয়স ৫০ পুলিশ সদস্য ঘটনার স্থান উত্তরা ক্রিসেন্ট হাসপাতাল।
২৮. রুবেল বয়স ১৮ পুলিশ সদস্য ঘটনাস্থল মিরপুর।
২৯. মনির বয়স ৪৫ ঘটনা স্থল পোস্তগোলা।
৩০. বাপ্পি আহমেদ বয়স ৩৫ চাকরিজীবী পিতা সালে আহমেদ বাসা মিরপুর ১১ ঘটনার স্থল হাতিরঝিল।
ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া জানান, সকাল ১০ টা থেকে রাত ১১টা পর্যন্ত গুলিবিদ্ধ অবস্থায় ১২৮ জনকে ঢামেকের জরুরি বিভাগে নিয়ে আসা হয়েছে। এর মধ্যে ৩০ জনের মৃত্যু নিশ্চিত করা হয়েছে। আহতদের মধ্যে অনেকের অবস্থা আশঙ্কাজনক বলে জানানো হয়েছে।
ঢাকানিউজ২৪.কম / জেডএস/সানি
আপনার মতামত লিখুন: