নিজস্ব প্রতিবেদক : জামালপুরের নারিকেলী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফজলুল হকের পদত্যাগের দাবিতে আবার আন্দোলনে নেমেছে স্কুলটির শিক্ষার্থীরা। এসময় তিন ঘন্টা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে শিক্ষার্থীরা। এতে মহাসড়কে তীব্র যানজটের সৃষ্টি হলে ভোগান্তীতে পড়েন যাত্রীরা।
মঙ্গলবার (২৭ আগস্ট) সকাল সাড়ে ১১টায় সদরের নারিকেলী বাজার এলাকায় জামালপুর-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করা হয়। পরে দুপুর আড়াইটার দিকে প্রশাসনের আশ্বাসের প্রেক্ষিতে অবরোধ তুলে নেন শিক্ষার্থীরা।
শিক্ষার্থীদের অভিযোগ, প্রধান শিক্ষক ফজলুল হক একজন মাদকাসক্ত ব্যক্তি। এছাড়াও তার বিরুদ্ধে রয়েছে নিয়োগ বানিজ্য, অনিয়ম ও দুর্নীতির অভিযোগ।
বিদ্যালয়টির দশম শ্রেনীর শিক্ষার্থী মেঘলা বলেন, ‘স্যার একজন মাদকাসক্ত ব্যাক্তি। তিনি অনেক অনিয়ম ও দূর্নীতির সাথে জড়িত। আমাদের স্কুলে কোনো ল্যাব নেই। স্যার বিভিন্ন নিয়োগে লাখ লাখ টাকা ঘুষ নিয়েছেন। স্যার তার চেয়ারে বসে সিগারেট খায়। এমন শিক্ষক আমরা চাই না।’
প্রাক্তন ছাত্র রাকিব বলেন-‘৫ আগস্টের পর থেকে স্যার আর স্কুলে আসে না। তিনি যেখানেই থাকুক আমরা তার পদত্যাগ চাই। তিনি পদত্যাগ না করলে আমরা আমাদের আন্দোলন চালিয়ে যাবো। আমাদের আন্দোলন থামবে না।’
এসময় দ্রুত তিনি পদত্যাগ না করলে কঠোর আন্দোলনে যাবার হুশিয়ারি দেন শিক্ষার্থী ও স্থানীয়রা।
অভিযোগের বিষয়ে প্রধান শিক্ষক ফজলুল হক মুঠোফোনে জানান, ‘সারা দেশে শিক্ষকদের যেভাবে হয়রানি করা হচ্ছে। আমাকেও সেভাবে হয়রানি করা হচ্ছে। আমি কোনো দুর্নীতি অনিয়ম করি নাই। একটি পক্ষ তাদের স্বার্থ হাসিলের জন্য এই কাজ করছে। দ্রুত এই বিষয়টি সমাধান হবে।’
ঢাকানিউজ২৪.কম / কেএন
আপনার মতামত লিখুন: