• ঢাকা
  • মঙ্গলবার, ২২ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ; ০৮ অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ
  • সরকারি নিবন্ধন নং ৬৮

Advertise your products here

banner image
website logo

মিথিলার নতুন রেকর্ড


ঢাকানিউজ২৪.কম ; প্রকাশিত: শনিবার, ১১ জুন, ২০২২ খ্রিস্টাব্দ, ১২:৫৯ পিএম
মিথিলার নতুন রেকর্ড
জনপ্রিয় অভিনেত্রী রাফিয়াত রশিদ মিথিলা

বিনোদন ডেস্ক: দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী রাফিয়াত রশিদ মিথিলা প্রথমবারের মতো নায়িকা হয়ে বড় পর্দায় হাজির হতে যাচ্ছেন। সেইসঙ্গে প্রথম সিনেমা মুক্তির দিনই গড়তে যাচ্ছেন এক বিরল রেকর্ড। শুক্রবার (১৭ জুন) একই দিনে দুই বাংলায় মুক্তি পেতে পাবে তার দুটি সিনেমা।

এদিন বাংলাদেশের সিনেমা হলে মুক্তি পাবে মিথিলা অভিনীত ‘অমানুষ’ সিনেমাটি, আর কলকাতার সিনেমা হলে মুক্তি পেতে যাচ্ছে ‘আয় খুকু আয়’।

এ প্রসঙ্গে মিথিলা বলেন, আমি সত্যি খুব আনন্দিত ও রোমাঞ্চিত। আমি অপেক্ষায় আছি দুই বাংলার মানুষ একই দিনে আমার দুটি সিনেমাকে কীভাবে গ্রহণ করে তা দেখার জন্য।

অনন্য মামুন পরিচালিত ‘অমানুষ’ সিনেমার মাধ্যমেই বড় পর্দায় নাম লেখান জনপ্রিয় এই অভিনেত্রী। যেখানে তিনি জুটি বেঁধেছেন চিত্রনায়ক নিরব হোসেনের সঙ্গে। এ ছাড়া সিনেমাটিতে অভিনয় করেছেন নওশাবা, মিশা সওদাগর, শহীদুজ্জামান সেলিম, রাশেদ মামুন অপু, ডন, আনন্দ খালেদ প্রমুখ।

এ ছাড়া কলকাতায় মিথিলা অভিনীত ওপার বাংলার সিনেমা 'আয় খুকু আয়' সিনেমায় সহশিল্পী প্রসেনজিত চট্টোপাধ্যায়। সিনেমায় টালিউড সুপারস্টার প্রসেনজিৎ চ্যাটার্জির স্ত্রীর ভূমিকায় দেখা যাবে মিথিলাকে।

‘আয় খুকু আয়’ নির্মাণ করেছেন সৌভিক কুণ্ডু। এতে অভিনয় করেছেন প্রসেনজিৎ, মিথিলা, দিতিপ্রিয়া, সোহিনী সেনগুপ্ত, শঙ্কর দেবনাথ প্রমুখ।

ঢাকানিউজ২৪.কম / কেএন

আরো পড়ুন

banner image
banner image