
আন্তর্জাতিক ডেস্ক: ইউক্রেনের উত্তর সীমান্তে আরও এক লাখ সেনা পাঠিয়েছে রাশিয়া। মার্কিন প্রতিরক্ষা অধিদপ্তর পেন্টাগন বুধবার এমন দাবি করেছে।
বেলারুশের সাথে ইউক্রেনের সীমান্তে রাশিয়া সামরিক উপস্থিতি জোরদারের প্রক্রিয়া অব্যাহত রেখেছে বলে জানান পেন্টাগনের মুখপাত্র জন কিরবি। গেল ২৪ ঘণ্টাতেও রাশিয়ার বিভিন্ন অঞ্চল থেকে সেনা ও সামরিক সরঞ্জাম পরিবহণ করা হয় বলে দাবি তার।
চলমান উত্তেজনার মধ্যেই বেলারুশের সঙ্গে সামরিক মহড়া চালাতে দেশটির সীমান্তে ৩০ হাজার সেনা ও যুদ্ধবিমান পাঠিয়েছে রাশিয়া। বৃহস্পতিবার থেকে মহড়া শুরুর কথা রয়েছে বলে জানিয়েছেন জন কিরবি।
বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমের বর্ণনা অনুসারে, একটি সামরিক মহড়ার জন্য গত মধ্য জানুয়ারি থেকে বেলারুশে রাশিয়া তাদের সেনাবাহিনী ও যুদ্ধের সরঞ্জাম পাঠাচ্ছে।
এছাড়া বসফরাস প্রণালীতেও রাশিয়ার যুদ্ধজাহাজের তৎপরতা দেখা গেছে। এদিকে, রাশিয়াকে ঠেকাতে পোল্যান্ড, লিথুনিয়ার পর এবার রোমানিয়ায় সেনা পাঠিয়েছে যুক্তরাষ্ট্র। এছাড়াও এক হাজার সেনা প্রস্তুত রেখেছে যুক্তরাজ্য।
বেশ কিছুদিন ধরেই রাশিয়া ইউক্রেনে হামলা করতে পারে বলে অভিযোগ করে আসছে মার্কিন যুক্তরাষ্ট্র। তবে পশ্চিমাদের সব অভিযোগ বরাবরই অস্বীকার করে আসছে রাশিয়া।
ঢাকানিউজ২৪.কম / কেএন
আপনার মতামত লিখুন: