বিজয় কর রতন, মিঠামইন (কিশোরগঞ্জ) প্রতিনিধিঃ কিশোরগঞ্জের ইটনা উপজেলায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সদস্যরা পরিস্কার ও পরিচ্ছন্নতা কর্মসুচি পালন করে। ১৩ই আগস্ট (মঙ্গলবার) সকালে উপজেলার বিভিন্ন দপ্তরের ভাঙচুরের জিনিসপত্র পরিস্কার পরিচ্ছন্ন করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সদস্যরা এবং সাধারণ শিক্ষার্থীরা। তখন উপস্থিত ছিলেন উপজেলা ভারপ্রাপ্ত নির্বাহী অফিসার মোঃ তারিকুল ইসলাম, ভাইস চেয়ারম্যান মোঃ শওকত হোসেন মীর জালালসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ইটনা উপজেলার সদস্যবৃন্দসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের সাধারণ শিক্ষার্থীরা।
বাংলাদেশ সেনাবাহিনীর ১৫ রিভারাইন ইঞ্জিনিয়ার ব্যাটালিয়নের একটি দল এবং আনসার বাহিনীর সদস্যরা। উপজেলা ভারপ্রাপ্ত নির্বাহী অফিসার মোঃ তারিকুল ইসলাম এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নাজমুল হোসেন পাপ্পু জানান, এই পরিস্কার পরিচ্ছন্ন কাজ চলমান থাকবে। দেশটাকে পরিবর্তন করতে হাতে হাত রেখে কাজ করবো।
এছাড়াও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সদস্যরা বাজার থেকে ব্যবসায়ীদের লুট হওয়া মালামাল সংগ্রহ করে ফেরত দিযেছেন এবং সনাতন ধর্মের লোকজনের বাড়িতে বাড়িতে গিয়ে তাদের নিরাপত্তার জন্য আশ্বাস দিযেছেন।
ঢাকানিউজ২৪.কম / কেএন
আপনার মতামত লিখুন: