নিউজ ডেস্ক: পদ্মা সেতু পাড়ি দিতে ফরিদপুর ভাঙ্গা স্টেশনে প্রস্তুত রয়েছে ট্রেনটি। আর এ ট্রেনটি নিয়ে পদ্মা সেতুতে প্রথমবার উঠবেন লোকো মাস্টার মো. রবিউল ইসলাম।
স্টেশনে সংশ্লিষ্টরা জানান, পরীক্ষামূলকভাবে ট্রেনটি পদ্মা সেতু পার হয়ে মাওয়া রেল স্টেশনে থামার কথা রয়েছে। ট্রেনটি ভাঙ্গা রেলওয়ে স্টেশনে প্রধান অতিথিদের অপেক্ষায় অপেক্ষমান রয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা আজিম উদ্দিন ও ভাঙ্গা থানার ওসি জিয়ারুল ইসলাম জানান, স্বপ্নের পদ্মা সেতু পার হওয়ার সময় রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন, জাতীয় সংসদের চিফ হুইপ নূরে আলম লিটন চৌধুরী ও ফরিদপুর ৪ আসনের সংসদ সদস্য মজিবর রহমান চৌধুরী নিক্সনসহ প্রশাসনের কর্মকর্তা, রেলওয়ে কর্মকর্তারা ট্রেনে থাকবেন।
ঢাকানিউজ২৪.কম /
আপনার মতামত লিখুন: