• ঢাকা
  • বৃহস্পতিবার, ১১ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ; ২৫ এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ
  • সরকারি নিবন্ধন নং ৬৮

Advertise your products here

banner image
website logo

তিন বছর হলেই ইউনিয়ন ভূমি অফিসে বদলি


ঢাকানিউজ২৪.কম ; প্রকাশিত: রবিবার, ২৫ সেপ্টেম্বর, ২০২২ খ্রিস্টাব্দ, ১১:০৪ এএম
ইউনিয়ন ভূমি অফিসে বদলি
ভূমি মন্ত্রণালয়

ডেস্ক রিপোর্টার: ভূমি অফিসে সহকারী কমিশনারের (ভূমি) দফতরের অধীনে ইউনিয়ন ভূমি অফিসে কর্মকাল তিন বছর পূর্ণ হওয়া কর্মচারীদের দ্রুত অন্যত্র বদলির নির্দেশনা দিয়েছে ভূমি মন্ত্রণালয়। গত ১৯ সেপ্টেম্বর ভূমি মন্ত্রণালয় থেকে এ নির্দেশনা দিয়ে সব জেলা প্রশাসকের কাছে চিঠি পাঠানো হয়েছে।

একাদশ জাতীয় সংসদের ভূমি মন্ত্রণালয়-সম্পর্কিত স্থায়ী কমিটির ১৩তম বৈঠকে কর্মচারীদের বদলির সুপারিশ করা হয়। শনিবার ভূমি মন্ত্রণালয় সূত্র এসব তথ্য জানিয়েছে।

জেলা প্রশাসকদের কাছে পাঠানো নির্দেশনায় বলা হয়েছে, ভূমি মন্ত্রণালয়-সম্পর্কিত স্থায়ী কমিটির ১৩তম বৈঠকের সুপারিশ অনুযায়ী সহকারী কমিশনারের (এসি ল্যান্ড) দফতরের অধীনে ইউনিয়ন ভূমি অফিসের কর্মচারীদের মধ্যে যাদের চাকরির মেয়াদ তিন বছর পূরণ হয়েছে, তাদের দ্রুত অন্যত্র বদলির প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার অনুরোধ করা হলো।

এর আগে ২০১৯ সালের ২৪ ডিসেম্বর ভূমি মন্ত্রণালয়-সম্পর্কিত স্থায়ী কমিটির চতুর্থ বৈঠকের সুপারিশ অনুযায়ী একই সহকারী কমিশনারের (ভূমি) কার্যালয়ে চাকরিকাল তিন বছরের বেশি হওয়া সব কর্মচারীকে বদলির নির্দেশ দিয়েছিল ভূমি মন্ত্রণালয়।

মূলত ভূমি অফিসের দুর্নীতির প্রবণতা রোধেই এমন সিদ্ধান্ত নিয়েছে সরকার।

ঢাকানিউজ২৪.কম / কেএন

আরো পড়ুন

banner image
banner image