• ঢাকা
  • সোমবার, ২৪ ভাদ্র ১৪৩১ বঙ্গাব্দ; ০৯ সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
  • সরকারি নিবন্ধন নং ৬৮

Advertise your products here

banner image
website logo

অনূর্ধ্ব-২০ সাফ চ্যাম্পিয়নশিপে নেপালের কাছে হারলো বাংলাদেশ


ঢাকানিউজ২৪.কম ; প্রকাশিত: শনিবার, ২৪ আগষ্ট, ২০২৪ খ্রিস্টাব্দ, ০৩:৫১ পিএম
নিয়মরক্ষার ম্যাচে হেরেছে বাংলাদেশ
নেপালের কাছে হারলো বাংলাদেশ

নিউজ ডেস্ক:  নেপালে অনূর্ধ্ব-২০ সাফ চ্যাম্পিয়নশিপে বাংলাদেশ স্বাগতিক নেপালের কাছে হেরেছে। নেপাল ফুটবল ফেডারেশনের একাডেমি আনফা কমপ্লেক্সে অনুষ্ঠিত খেলায় নেপালের কাছে ২-১ গোলে হেরেছে বাংলাদেশের যুবারা। 

গ্রুপ পর্বে এই দুই দলই সেমিফাইনাল নিশ্চিত করে রেখেছিল এক ম্যাচ করে জিতে। কারণ 'এ' গ্রুপে তিন দল নেপাল, বাংলাদেশ এবং শ্রীলঙ্কা। পাকিস্তান নাম প্রত্যাহার করেছিল। আর শ্রীলঙ্কা দুই ম্যাচ হেরে বিদায় নেয়। স্বাভাবিকভাবেই নেপাল এবং বাংলাদেশের জন্য সেমিফাইনালের দুয়ার খুলে যায়। এমন নিয়মরক্ষার ম্যাচে হেরেছে বাংলাদেশ। 

ম্যাচের ১৭ মিনিটে গোল হজম করে বাংলাদেশ। সেই গোল শোধ করার আগেই আত্মঘাতী গোল হজম করে লাল-সবুজের প্রতিনিধিরা। এর ১ মিনিট ব্যবধানে মহসিন আহমেদের ভুলে গোল হজম করে। এরপর বাংলাদেশের হয়ে ৪৩ মিনিটে মিরাজুল গোল করেন। শেষ পর্যন্ত ১-২ গোলের হার নিয়ে মাঠ ছাড়ে বাংলাদেশের যুবারা।

ঢাকানিউজ২৪.কম / এইচ

আরো পড়ুন

banner image
banner image