• ঢাকা
  • সোমবার, ২১ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ; ০৭ অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ
  • সরকারি নিবন্ধন নং ৬৮

Advertise your products here

banner image
website logo

মিঠামইনে দুর্গাপূজা উপলক্ষে আইনশৃঙ্খলা সভা


ঢাকানিউজ২৪.কম ; প্রকাশিত: মঙ্গলবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ০২:২২ পিএম
মিঠামইনে
দুর্গাপূজা উপলক্ষে আইনশৃঙ্খলা সভা

বিজয় কর রতন কিশোরগঞ্জ প্রতিনিধি: মিঠামইন থানা প্রাঙ্গনে মঙ্গলবার সকালে আসন্ন শারদীয় দুর্গোৎসব  উপলক্ষে এক আইনশৃঙ্খলা সভা অনুষ্ঠিত হয়। মিঠামইন থানার সফল ভারপ্রাপ্ত কর্মকর্তা মো:আহসান হাবীব এর সভাপতিত্বে অনুষ্ঠিত আইনশৃঙ্খলা সভায় বক্তব্য রাখেন, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ উপজেলা শাখার সাধারণ সম্পাদক অকিল চন্দ্র দাস, পূজা উদযাপন পরিষদের সভাপতি শিক্ষক ভানু রঞ্জন বিশ্বাস। 

এছাড়াও বিভিন্ন পূজা মণ্ডপের সভাপতি গণ,মুক্তিযোদ্ধা, ইউ,পি চেয়ারম্যান সহ উপজেলা বি,এন,পির সন্মানিত সভাপতি এড, জাহিদুল আলম জাহাঙ্গীর সভায় বক্তব্য রাখেন, সবাই জাহিদুল আলম বলেন সঙ্খা লঘু সম্প্রদায় শব্দটা আপনারা উচ্চারণ করবেন না।আমরা সবাই বাংলাদেশি।

দুর্গাপূজা উপলক্ষে আপনারা প্রশাসনের পাশাপাশি নিজেরা মন্দির পাহাড়ার জন্য কমিটি গঠন করবেন। মিঠামইনে কোনো অঘঠন ঘটবে না বলে আমরা আশা করছি।সবাই আন্তরিক ভাবে কাজ করবেন। 

সভায় মিঠামইন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আহসান হাবীব বলেন,এবছর মিঠামইনে ১৯ টি পূজা মন্ডপে পূজা হচ্ছে। আপনারা নিবিঘ্নে পূজা উৎসব পালন করবেন। কোনো সমস্যা হলে আমাদের কন্ট্রোল রুমে যোগাযোগ করবেন।এমনিতেই প্রতি মন্ডপে আনসার ও পুলিশ নিয়মিত থাকবে।পুলিশের একটি মোবাইল টিম সার্বক্ষণিক বিভিন্ন মন্দির পাহাড়ায় নিয়োজিত থাকবে।

ঢাকানিউজ২৪.কম / কেএন

আরো পড়ুন

banner image
banner image